হঠাত করে বিশ হাজার শ্রমিকের ভিসা কেনসেল করায় আতংকে আছে লক্ষ লক্ষ শ্রমিক বাহারাইনে

লিখেছেন লিখেছেন বাঁকশালের কেল্লা ২৬ মার্চ, ২০১৪, ১২:০৬:৫৬ দুপুর

বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানাচ্ছি আপনি যত দুরত্ত পারেন বাহারাইন সরকারের সাথে বসে এর কোন ব্যবস্থা গ্রহন করুন নাহলে অন্থায় বিশ হাজার নয় আরো লক্ষ শ্রমিকের ভিসা কেন্চেল করার সমভব রয়েছে

বিষয়: বিবিধ

১৮৭২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198151
২৬ মার্চ ২০১৪ দুপুর ১২:২৩
হতভাগা লিখেছেন : মধ্যপ্রাচ্যের দেশগুলো বাংলাদেশ বিদ্বেষী এখন । বাংলাদেশীদের কিয়দ অংশের কিছু কিছু অফেন্সিভ কাজ সেখানে বসবাসরত সব বাংলাদেশীদেরকে ফাঁপড়ে ফেলে দেয় ।
198173
২৬ মার্চ ২০১৪ দুপুর ০১:০৭
পুস্পিতা লিখেছেন : আওয়ামী লীগের গতবারের বৈধ সরকার পুরো ৫ বছর ধরে ভারতের সেবা করে গিয়েছে। এবারের অবৈধ সরকার এবার করবে ভারতের দাসত্ব। তাই বাহরাইনে থাকা বাংলাদেশী তো অনেক দূরে বাংলাদেশে থাকা জনগণের খবর রাখারই সুযোগ আওয়ামী লীগের নেই!
198174
২৬ মার্চ ২০১৪ দুপুর ০১:০৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সেই দুরাশা করে লাভ নাই। ২০-৩০ বছর ধরে বেসরকারি খাতের উদ্যোগে সৃষ্টি হওয়া শ্রম বাজার এখন সরকারের মাতলামির কাছে বন্দি।
198238
২৬ মার্চ ২০১৪ দুপুর ০১:৫৭
ঘাড় তেড়া লিখেছেন : ২০১৩ সালের সেপ্টেম্বর হতে কোম্পানি মালিকদের উপর প্রতি বিদেশি শ্রমিকের জন্য মাসিক একটি ফি(ট্যাক্স) দেয়ার আইন করা হয়।

গত জানুয়ারী/ফেব্রুয়ারীতে নতুন আইনে যারা এই ফি দেবেন না তাদের বিদেশি শ্রমিকের ওয়ার্ক পারমিট বাতিল করার সংশোধনী আনা হয়।

আর গতকাল হয় এর প্রথম প্রয়োগ...

সামনের মাসগুলোতে আরো অনেকের ভিসা বাতিল হবে...

মালিকের ভুলে শ্রমিককে শাস্তি দেয়া কখনোই ন্যায়সন্গত হতে পারে না...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File