সশস্ত্র বাহিনীর বেতন সুপারিশ সেনাপ্রধানের সর্বোচ্চ ১ লাখ এনসি সর্বনিম্ন ৮২০০ টাকা

লিখেছেন লিখেছেন মাসুদ মোড়ল ০২ জানুয়ারি, ২০১৫, ০৯:৩৪:৫৬ সকাল

স্টাফ রিপোর্টার : জাতীয় বেতন ও চাকরি কমিশনের সুপারিশের সঙ্গে সমন্বয় রেখে সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন প্রদানের সুপারিশ করেছে সশস্ত্র বাহিনী বেতন কমিটি। এতে সেনাপ্রধানের সর্বোচ্চ ১ লাখ টাকা এবং সর্বনিম্ন এনসিদের ৮২০০ টাকা সুপারিশ করা হয়েছে।

ইংরেজি নববর্ষের প্রথম দিন গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছে সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন সংক্রান্ত সুপারিশ প্রতিবেদন জমা দেন কমিটির চেয়ারম্যান লে. জেনারেল আনোয়ার হোসেন।

প্রস্তাবিত সুপারিশে ১৬টি গ্রেড রয়েছে। সর্বনিম্ন বেতন হিসেবে এনসিদের (নন-কমবেন্টেড এনরোলমেন্ট বা বেসামরিক কর্মচারী) বেতন সুপারিশ করা হয়েছে ৮ হাজার ২শ’ টাকা এবং সর্বোচ্চ বেতন একজন মেজর জেনারেলের ৮০ হাজার টাকা। এ ছাড়া লে. জেনারেলের বেতন ৮৮ হাজার টাকা এবং সেনাপ্রধান তথা জেনারেলের বেতন ১ লাখ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

সুপারিশ প্রতিবেদন প্রদানকালে লে. জেনারেল আনোয়ার হোসেন বলেন, ‘২০১৪ সালের ২৭ জানুয়ারি সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০১৩ গঠন করা হয়। ৮ সদস্যবিশিষ্ট এ কমিটিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম-সচিবসহ তিন বাহিনীর ৭ জন প্রতিনিধি রয়েছেন।’

তিনি বলেন, ‘সুপারিশ প্রণয়নকালে সশস্ত্র বাহিনীর তৃণমূল সকল সংগঠনের বেতন-ভাতা, পেনশন ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ সকল স্তরের সদস্যদের মতামত গ্রহণ করা হয়েছে। এ ছাড়া জাতীয় বেতন ও চাকরি কমিশনের সঙ্গেও কমিটি একাধিকবার বৈঠক করেছে এবং তাদের মতামত নিয়েছে।’

‘সুপারিশ প্রস্তাবে ১৬টি গ্রেড রয়েছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন যৌক্তিকভাবে বাড়ানোর পাশাপাশি প্রতিবেদনে কিছু উল্লেখযোগ্য সুপারিশ করা হয়েছে।’

আনোয়ার হোসেন বলেন, ‘হিসাবের সুবিধার্থে জুনিয়র কমিশনার ও নন-কমিশনারদের বেতন স্কেল ভার্টিকেল স্কেলে প্রণয়ন করা হয়েছে এবং মেজর জেনারেল থেকে সেকেন্ড লেফটেন্যান্ট পর্যন্ত সকল পদবীর বেতন জাতীয় বেতন স্কেলের সুনির্দিষ্ট গ্রেডের ধারাবাহিকতার সঙ্গে সমন্বয় করা হয়েছে। এ ছাড়া ‘আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসেস ১৯৫২’ অনুযায়ী এফএনএস কর্মকর্তাদের বেতন অন্যান্য কর্মকর্তাদের মতো একই গ্রেডে নির্ধারণ এবং সশস্ত্র বাহিনীর বিশেষ প্রশিক্ষিত কোর্স যেমন সেনাবাহিনী কমান্ডো, প্যারা কমান্ডো, প্যারা ট্রুপস, স্নাইপারদের জন্য বিশেষ ভাতার সুপারিশ করা হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে যাতে সেনা সদস্যরা কাজ করতে আগ্রহী হয়, সে জন্য সারা দেশে একই সমান বাড়ি ভাড়া প্রদানের সুপারিশ করা হয়েছে। ’

সশস্ত্র বাহিনী বেতন কমিটির প্রতিবেদন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘এটা তো আমি এখনো দেখি নাই। সুতরাং এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়। তবে জাতীয় বেতন ও চাকরি কমিশনের সুপারিশের সঙ্গে এর সমন্বয় দেখতে চাই। আর প্রতিটি সুপারিশেই কিছু না কিছু নতুন বিষয় থাকে।’

প্রসঙ্গক্রমে তিনি বলেন, ‘সম্প্রতি জাতীয় বেতন কমিশনের সুপারিশ নিয়ে পত্র-পত্রিকায় লেখালেখি হচ্ছে, এটা ভাল। এতে করে সমাজের যে অংশ অবহেলিত ছিল, তাদের কথাগুলো উঠে এসেছে।’

সশস্ত্র বাহিনীর সুপারিশ অনুযায়ী কমিশন অফিসারদের বেতন- সেকেন্ড লেফটেন্যান্ট পদে ৩০ হাজার টাকা, লেফটেন্যান্ট পদে ৩২ হাজার, ক্যাপ্টেন পদে ৩৭ হাজার, মেজর পদে ৪৫ হাজার, লেফটেন্যান্ট কর্নেল পদে ৫২ হাজার, কর্নেল পদে ৬০ হাজার, ব্রিগেডিয়ার জেনারেল পদে ৭০ হাজার, মেজর জেনারেল পদে ৮৪ হাজার (নির্ধারিত), লেফট্যানেন্ট জেনারেল পদে ৮৮ হাজার টাকা (নির্ধারিত) করা হয়েছে।

সৈনিক ও জুনিয়র কমিশন অফিসারদের বেতন- এনসি (ই) পদে ৯ হাজার টাকা, সৈনিক পদে ৯ হাজার ৫শ’, লেন্স করপোরাল পদে ১০ হাজার ৫শ’, করপোরাল পদে ১১ হাজার ৫০০, সার্জেন্ট পদে ১৭ হাজার, ওয়ারেন্ট অফিসার পদে ২৫ হাজার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার পদে ২৭ হাজার, চীফ আর্টিফিশার ২৮ হাজার ও মাস্টার ওয়ারেন্ট অফিসার পদে ২৯ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।

বিষয়: বিবিধ

১৩৮৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298741
০২ জানুয়ারি ২০১৫ সকাল ১১:৩৪
হতভাগা লিখেছেন : এদের বেতন বাড়ানোর দরকার কি ? এরা তো সব সময়ই জুস খায় । দেশের জন্য কিছু কি করে ?
298744
০২ জানুয়ারি ২০১৫ সকাল ১১:৩৯
সুশীল লিখেছেন : হতভাগা লিখেছেন : এদের বেতন বাড়ানোর দরকার কি ? এরা তো সব সময়ই জুস খায় । দেশের জন্য কিছু কি করে ?
298770
০২ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৪৪
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : তাদের কুল রাখা মানেই শান্তিতে ক্ষমতায় থাকা। তাড়া বিগড়ে গেলে বিপদ সেটা শেখ হাসিনা জানে তাই এসব তোড়জোড়
298780
০২ জানুয়ারি ২০১৫ বিকাল ০৪:৪৫
এম এ আলিম খান লিখেছেন : অন্যান্য সুবিধার কথা বললে আপনারা না জানি আরও কতকিছু বলতেন। গরীব কৃষকের,দিন মজুরের বেতন কত বাড়বে ভাই ? কেউ বলতে পারেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File