ছড়া (মানবাধিকার)

লিখেছেন লিখেছেন মাসুদ মোড়ল ২৪ নভেম্বর, ২০১৩, ০৫:০০:৩৭ সকাল

কোথায় তোমাদের মানবাধিকার কোথায় জাতিসংঘ!!

ভেঙ্গে দিচ্ছে আজ বাংলদেশের জনতার এক এক অঙ্গ।

লোক দেখিয়ে বলছ তুমি stop the war.

পিছনে গিয়ে বলছো তুমি fire fire fire.

চাইবো না আর সাহায্য আমি মানবাধিকার

করবনা প্রশ্ন আমি জাতিসংঘ কার।

জেনে গেছে আজ বাংলাদেশের জনতা জনগণ,

মিথ্যা দেবে সান্তনা, আর করবে নির্বাসন।

চেয়ে দেখ আজ বাংলাদেশের কারাগারে

কান দুটো আজ ফেটে যাচ্ছে জনতার চিৎকারে

থাকতে হচ্ছে ওদের আজ বুক-পিট ঘেঁষে

আবার একটু পরে মারছে এসে পুলিশে দুহাত কষে।

কোথায় তোমাদের মানবাধিকার কোথায় জাতিসংঘ।

বিষয়: সাহিত্য

১০৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File