ছড়া (জ্বিহাদী )
লিখেছেন লিখেছেন মাসুদ মোড়ল ২০ নভেম্বর, ২০১৩, ০৫:০৬:১৩ সকাল
অস্ত্র আর গুলি দিয়ে যাবে না মোদের রোখা।
জনতা আজ জেগে উঠেছে ভেবনা মোদের বোকা।
মতিঝিল থেকে শুরু করে পল্টনের ঐ মোড়ে
বিদ্রোহী আজ জেগে উঠেছে জিহাদের হুংকারে।
আবার আমাদের নাকি, যেতে দিবে না শাহাবাগের ঐ মোড়ে।
ধমক দিয়ে বলছে মোদের মারবে তিলে তিলে।
মৃত্যুকে মোরা ভয় করি না ওরা কি বুঝে না।
আমরা যে জ্বিহাদী সেনা ওরা কি জানে না
শিয়াল কেন হুংকার দেয় বাঘের সামনে এসে,
এক থাবাতে শেষ হয়ে যাবে অতি নিমিষে
চলরে তরুণ নওজোয়ান শাহাবাগের ঐ মোড়ে
ভেঙ্গে দিব আজকে ওদের সকল অহংকার।
চুরমার হয়ে যাবে ওদের সরকার।
রক্তে আমার জ্বলছে আগুন জিহাদের হুংকার।
বিষয়: সাহিত্য
১৩১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন