ছড়া (সেনাবাহিনী)
লিখেছেন লিখেছেন মাসুদ মোড়ল ১৯ নভেম্বর, ২০১৩, ০৭:১৪:৫৮ সন্ধ্যা
বাংলাদেশের আর্মি আছে বিশ্ব শান্তি মিশনে,
আমাদের দেশের শান্তি কেন অন্য দেশের হাতে।
অন্যদেশের অশান্তি আজ কেন মোদের বাংলাদেশে
মারছে মানুষ গুলি করে নির্বিচারে পুলিশ, র্যা বে।
বাংলাদেশের আর্মিদের আজ কেন মাথা নত?
চুপ-চাপ দাঁড়িয়ে আছে ভাস্কার্য্যের মত।
তবে কি অন্য দেশের শান্তিসেনা আসবে মোদের দেশে।
শান্তি দিতে ভিন দেশীদের ছেলে।
বাংলাদেশের আর্মি তুমি বাংলাদেশের সেনা
বিশ্বের কাছে কখনো মাথা নত করবে না
ফিরিয়ে দাও মোদের শান্তি মোদের বাংলাদেশে
বাংলাদেশের শান্তিসেনা নিজের দেশে এসে
ক্ষমতার জোরে মারছে মানুষ, নির্বিচারে সরকার
প্রশ্নের দাও জবাব মোদের এ কিসের অহংকার।
আর কিছু দিন গেলেই দেশটাও হয়ে যাবে তাদের।
এখনি সময় মোদের, রুখে দাড়াও সামনে ওদের।
স্বৈরাচারীর কথা ভুলে ক্ষমতা নাও আর্মি তুলে
তোমরা এলে শান্তি মিলে সোনার বাংলাদেশে।
মোদের বাংলাদেশে সোনার বাংলাদেশে।
বিষয়: সাহিত্য
১১২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন