""প্রসংঙ্গ মা দিবস"'"
লিখেছেন লিখেছেন মিরন ১৪ মে, ২০১৭, ০১:২৭:৩৬ দুপুর
""প্রসংঙ্গ মা দিবস"'"
মে মাসের ২য় রবিবার বিশ্ব মা দিবস হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়, আমরা ও এই রীতির বাইরে নই, আমরা অনুকরনে বেশি পারদর্শি, মা যে কি অকল্পনীয়, অ-বর্ননীয়, অসহনীয়, যন্ত্রনা হজম করে তার প্রিয় সন্তানকে আলোর মূখ দেখান এবং শরীর নিংড়ানো সুধা পান করিয়ে বড় করে তোলেন, মানব জীবনে প্রেম ভালবাসা, স্নেহ মমতা, আদর সোহাগ এর ধারনার গোড়পত্তন শুরু হয় মাতৃত্ব্যকালীন সময় থেকে এবং শেষ হয় মায়ের জীবনাবসান এর মাধ্যমে, তাইতো মা ই মানুষের মমতা শিক্ষার সর্বস্রেষ্ঠ বুনীয়াদ বা বিদ্যাপিঠ।
বর্তমান সময়ে প্রাশ্চা্ত্যে জ্ঞান বিজ্ঞান আর প্রযুক্তি ছোয়ায় অধুনিক জীবন ব্যবস্থায় অভ্যস্থ হওয়ায়, তাদের পরিবার প্রথা ভেঙ্গে গেছে, প্রায় ৪০% মানুষ বিয়ে করাটা ঝামেলা মনে করে, যারা ও বিয়ে করে তাদের ৮০% মানুষের সংসার ১-২ বছররে মাধ্যেই ভেঙ্গে যায়, তাই তো কারো বাবা আছে মা নেই, মা আছে বাবা নেই, কারো বাবা মা কেউ নেই, কারো বাবা মা থাকলেও বয়স বাড়ার সাথে সাথে বয়স্ক পূর্নবাসন কেন্দ্রে শেষ জীবন কাটাতে হয়, তাই তো বছরে ১ টি দিন মা দিবস অথবা বাবা দিবস পালন করে জানান দিতে চায় তোমারা বয়স্ক পূর্নবাসন কেন্দ্রে আছো তাই বলে ভুলে গেছি, কিন্তু একেবারে ভুলি নাই, কিন্তু আমরা বিশেষ করে প্রাচ্যের জীবন ব্যবস্থা অনেক বেশি রক্ষনশীল, আমরা বাবা মায়ের মমতার বন্ধনে একত্রে সকলে মিলে একত্রে বসবাস করি, সারাক্ষন তাদের ভালবাসা পাই এবং ভালবাসার ও সুযোগ পাই, তাই অনেকেই মনে করেন মা দিবস বাবা দিবসের এই পশ্চিমা সংস্কৃতির লালন আমাদের জন্য লজ্জার।
বিষয়: বিবিধ
৮৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন