তামান্নার সোনার বালা,
লিখেছেন লিখেছেন মিরন ১৮ জুন, ২০১৬, ০১:০৬:১২ দুপুর
প্রিয় তামান্না,
আমি ও তোমাকে তোমার মোতোই ভাল বাসি, তোমার স্বজল মলিন বদন আমাকে প্রচন্ড কস্ট দেয়, আমি ও নিজ থেকে নিজে কম দগ্ধ হই না, ২০০৬ এর ২৭ অক্টবর হতে আজ অবধী আস্টে পিস্টে আছি আমরা দুজন, ঘাত, প্রতিঘাত, সংঘাত, হাসিকান্না, আনন্দ বেদনা, দুঃখ সুখ, পাওয়ার উল্লাস, না পাওয়ার হতাশা, বুকে ধারন করে বেস আছি, এটা সত্য যে, অবিশ্ব্যাসের মরিচিকার আঘাতে বিশ্ব্যাসের পরিক্ষায় উন্নতি করা বড়ই দুরহ ব্যপার, ধৈয্য আর ত্যাগ ই হলো অল্প আয়ের মানুষ সাথে সংসার করার মূল পুজি, নারীরা গহনায় বেশি পুলকিত হয় তা জানা সত্যে ও অর্থিক অসংগতির কারনে বিয়েতে তোমাকে কিছুই দিতে পারিনি, ৫০০০ টাকা মাইনে কে ঘটক একটু বাড়িয়ে ৮০০০ হাজার বলেছিল, তাতে আমার কোন দোষ নেই, ঘটকদের বাড়িয়ে বলার সংস্কৃতি নতুন নয়, সাংসারিক বাবার বড় ছেলে হিসাবে ৫০০০ টাকা মাইনেতে বিয়ের খরচ জোগাতেতেই ধূম, তা নিয়ে তোমাকে আনেক ছোট হতে হয়েছে তা আমার জানার বাকি নাই, সব বাদ দিয়ে সোনার বালার আবদার টা ও পুরন করতে পারলাম না আজ অবধি, খায়িয়ে পরিয়ে আল্লাহ পাক যে, ভাল রেখেছে তা অশীকার করার উপায় নেয়, কিন্তু তোমাকে বালা দেবার তিব্র বাসনায় কিছু টাকা জোগার করেলে ও নানা বিধি প্রয়োজনে তা আবার খরজ করে ফেলি,হয়তো এই সহজ সাধ্য বিষটা একদিন বাস্তবে রুপান্তরিত হবে, এটা যেন রেখ, অনেক সম্পদের মধ্যে সুখ নেই, কস্টার্জিত সল্প সম্পদের সুখী হওয়া যায় অনেক বেশি, তুমি তো জান আমি একটু আড্ডা প্রিয় মানুষ, অন্যের দুঃখ কস্ট বেশি পিড়িত হই, তাই সাধ্যের মধ্যে সামস্যার সমাধান করার চেস্টা করি, আমি শিকার করছি আমার ও আনেক ভুল আছে, ভুল করাই তো মানুষের নিয়ম।
ভাল থাক
বিষয়: বিবিধ
১২৪৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন