তামান্নকে বলছি
লিখেছেন লিখেছেন মিরন ২১ মে, ২০১৬, ০৭:৩৭:০৫ সন্ধ্যা
প্রিয় তামান্না,
আমাদের জীবন ব্যবস্থা খুবই রহস্যময়, সবাই নিজেকে নিয়ে ব্যস্থ থাকি, অন্যের ব্যাথা, বেদনা, দুখঃকষ্ট, আনন্দ, বিরহ আমাদের তেমন প্রভাবিত করে না, যতোটা নিজের বেলায়, যেমন ধর, তোমার খুব কছের একজন মানুষের দাদি মারা গেল, তাদের পরিবারে শোকের মাতাম, স্বজন হারানোর বেদনায় ডুমরে ডুমরে কাদছে সবাই, অথচ তুমি, আমি, আমরা কি তা ফিল করছি, মোটেই না, আজকের কথাটাই ভাব, ঘুর্নীঝড় রোয়ানু প্রভাবে আজ উপকুলীয় অন্চল লন্ডভন্ড, ঘরবাড়ি, গাছপালা, রাস্তাঘাট, ফসলে জমি, গবাদী পশু ধ্বংষ সহ জনজীবন বিপন্ন হয়ে পড়েছে, আস্রয় কেন্দ্রে আস্রয় নেওয়া প্রায় ১৮ লক্ষ মানূষ অনাহারে অর্ধহারে বিভীশিখাময় দুর্বিষ্য জীবন অতিবাহিত হচ্ছে, মূহুর্তেই ঘুর্নিপাকের ভয়াল থাবায় প্রান হারাচ্ছে শতশত মানুষ, আর প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম, অথচ আমরা অনেকেই মহা উল্লাসে খিচুড়ি আর মাংসের পসরা সাজিয়ে তৃপ্তির ঢেকুর তুলছি, পৃথিবীটাই এমন, লোভ, লালোসা, হিংসা, বিদ্বেষ, অধিক প্রত্যাসা আমাদের ন্যায়নীতি আদর্শহীনতা সহ মানবিক মূল্যবোধের অবক্ষয় হয়েছে ১৬ আনা, আত্ব্যকেন্দ্রিক জীবন ব্যবস্থা আর সম্পদের সল্পতাই, দেশ প্রেম, মানব প্রেম ক্ষীন করে ফেলেছে,
বিষয়: বিবিধ
১২৯১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তামান্না কে?
ব্লগের কেউ?
আপনার কেউ?
কল্পনার কেউ?
যিনি-ই হোন, আপনার কথাগুলো খুউব সত্য
মন্তব্য করতে লগইন করুন