ফিরে পেতে চাই পাটের সোনালি অতিত
লিখেছেন লিখেছেন মিরন ১৬ মে, ২০১৫, ০৪:৫৩:৫৮ বিকাল
এক সময় পাট বাংলাদেশের একমাত্র অর্থকারী ফসল হিসবে বিবেচিত হত, তাই পাটকে সোনালি আস বলা হতো, পাট ও পাট জাত দ্রব্য রপ্তানী করে অর্জিত হত বৈদেশিক মূদ্রা, পাট খড়ি হতে হাডবোর্ড, নিউজপ্রিন্ট কাগজ তৈরি করে স্থানীয় চাহিদা পুরোন করে ও রপ্তানী করা হত, জালানি হিসাবে ও এর ব্যপক চাহদিা রয়েছে। উৎকৃষ্ট মানের পাট উৎপাদনে বৃহত্তর ফরিদপুর ছিল বাংলাদেশের অন্যতম, উৎপাদন খরচ ব্যপক হারে বৃদ্বি এবং কৃষি শ্রমিকের দু:প্রাপ্যতায় ও পানি সল্পতার ( যা পাট পচানোর কাজে ব্যবহার করা হয়) কারনে পাট চাষ অনেকাংশে কমে গেছে। তাই পাট চাষিদের পাট চাষে আগ্রহীকরন কর্মসুচির ও র্ভতুকি প্রদানের মাধ্যমে, পাটের হারানো সোনালি অতিত ফিরিয়ে আনার পদক্ষেপ গ্রহন করা উচিৎ।
বিষয়: বিবিধ
১৪৩৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন