আমরা শান্তি চাই।

লিখেছেন লিখেছেন মিরন ০৭ মার্চ, ২০১৫, ০৭:৩৬:২৬ সন্ধ্যা

বিভেদ চাই না, কাছে আসতে চাই,

বিরহ চাই না, ভালবাসা চাই,

অশান্তি চাই না, শান্তি চাই,

আমরা শান্তি চাই।

অপসংকৃতি চাই না, সুস্থধারার সংকৃতি চাই,

হানাহানি চাই না, ভাল থাকতে চাই,

অশান্তি চাই না, শান্তি চাই,

আমরা শান্তি চাই।

অশান্ত রাজনীতি চাই না, শান্ত রাজনীতি চাই,

সহংসাতা চাই না, স্থীরতা চাই,

অশান্তি চাই না, শান্তি চাই,

আমরা শান্তি চাই।

অগনতাত্রিক পন্থা চাই না, গনতত্র চাই,

সৈরাচার চাই না, গনতত্র চাই,

ষোষন চাই না, পরিচালক চাই,

অশান্তি চাই না, শান্তি চাই,

আমরা শান্তি চাই।

পেট্রোল বোমা আর ককটেল চাই না, ফুলের পাপড়ি চাই,

পোড়া মানুষের গন্ধ আর আহাজারি শুনতে চাই না, সুস্থ থাকতে চাই,

অশান্তি চাই না, শান্তি চাই,

আমরা শান্তি চাই।

বিষয়: বিবিধ

১৬৩৬ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307676
০৭ মার্চ ২০১৫ রাত ০৮:৩৮
ভোলার পোলা লিখেছেন : কিন্তু ভাই রে ....শান্তি কই পাই????
307710
০৭ মার্চ ২০১৫ রাত ১১:৪৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : শান্তি চাই আমরা শান্তি
307821
০৮ মার্চ ২০১৫ দুপুর ০১:২৩
মিরন লিখেছেন : আপনাদের দুজনকে ধন্যবাদ, মন্তব্য লিখার জন্য
307883
০৮ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৫৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : লেখকের সাথে সহমত প্রকাশ করছি।
308226
১০ মার্চ ২০১৫ বিকাল ০৫:৩৩
মিরন লিখেছেন : ধন্যবাদ মাহাবুবা সুলতানা লায়লা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File