কেমন আছি আমরা
লিখেছেন লিখেছেন মিরন ০২ মার্চ, ২০১৫, ০৫:৩৬:০৭ বিকাল
জামাত বিএনপি সহ ২০ দলের টানা অবরোধ আর দফায় দফায় হরতালে দেশবাসি আজ বিপন্ন, পেট্রোল মোমায় দগ্ধ করছে সাধারন মানুষ, বিএনপির ও জামাতের ডাকা হরতাল অবরোধে সর্বসাধারন মানুষের কোন প্রাপ্তি নেই, সাধিনতা বিরোধিদের বাচানো এবং ক্ষমাতার মসনদে আহরোন করা, এ ছাড়া অন্য কোন দাবি প্রলক্ষিত হয়নি, আমর তো মনে হয় তারেক জিয়ার একক ও দেশ ধ্বংষের নিতিতে বলি হচ্ছে বিএনপি, বা কি নিয়ম, বাবা দেশ গড়ার কারিকর আর ছেলে কিনা দেশ ধ্বংষের নায়ক, এই জালাও পোড়াও রাজনীতিতে বিএনপির জনপ্রিয়তা শূন্যের কোঠায়, বিএনপির মতো জনপ্রিয় ও বৃহৎ পরিসরের একটি রাজনৈতিক দলের নিকট আমাদের কাম্য নয়। গনতান্ত্রিক চর্চায়, রাজনৈতিক কর্মসুচি বাস্তবায়ন করার সুযোগ সৃষ্টি কারার দায় সরকারের, বিরোধি দলের উপর দমন পিড়ন নিতি পরিহার করা উচিৎ সকল ক্ষমতাবানদের, কারন এটা উপলব্দি করা উচিৎ যে, ক্ষমতার পালা বদল আছে, থাকবে, আমি মনে করি, এই দুর্বল কর্মসুচিতে সরকার পতন ঘটানো সম্ভব নয়, তাই বিএনপির উচিৎ জামাত পরিহার করে, বর্তমান কর্মসুচি থেকে ফিরে আসা এবং নতুক করে আন্দোলন এর প্রস্তুতি গ্রহন করা, তাতে দেশ বাচবে, দেশের মানুষ বাচবে, করন দেশ ও দেশের মানুষ না বাচলে, আপনারা রাজনীতি করতে পারবেন।
বিষয়: বিবিধ
১২০৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন