আবার ও অসান্তির আগুনে জলে উঠলো আমাদের রাজনীতি
লিখেছেন লিখেছেন মিরন ০৪ জানুয়ারি, ২০১৫, ০৩:৫৮:১১ দুপুর
গত বছরের ৫ জানুয়ারী নির্বাচনের পর বিএনপি রাজনৈতিক কর্মসুচি হতে পিছে সরে আসে, যার ফলে, ক্ষমোতাসিন আওমীলিগ দ্বীতিয় মেয়াদে সরকার গঠন করে প্রচন্ড দাপটের সহিদ দেশ পরিচালনা করে আসছে। বিএনপির এমন আচরনে এটাই প্রকাশ পায়, আওমীলিগ সরকার দেশ পরিচালনায় তাদের কোন আজর আপত্তি নাই, কিন্তু গত ১ বছরে দেশে এমন কোন অবস্থা তৈরি হয়নি যে, বিএনপিকে সরকার পতনের আন্দলনের ডাক দিতে হবে, আমরা যদি মধ্যবর্তি নির্বাচনের কথা চিন্তা করি, সেটাতো আরও সময়ের ব্যাপার, আকটা বিষয় সকলের মাথায় রাখা উচিৎ যে, সাধারন মানুষের কিন্তু ক্ষমতায় অধিষ্টিত হতে চায় না, চায় শান্তি চায় র্নিবিগ্নে জীবন যাপন করতে, তাই সাধারন মানুষের সমর্থন না থাকলে কোন আন্দলনই কাজে আসবে না,
বিষয়: রাজনীতি
১২২১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন