প্রানহীন বানিজ্য মেলা
লিখেছেন লিখেছেন মিরন ০৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:১০:২৭ সন্ধ্যা
রাজনৈতিক অস্তিরতার কারনে নির্ধারিত সময়ের ১০ দিন পরে শুরু হয় বহুল প্রত্যাসিত বানিজ্য মেল, সৌভাগ্যক্রমে গতকাল বানিজ্যমেলার স্টলগুলো ঘুরে দেখার সুযোগ পাই, শুক্রবার সরকারি ছুটি থাকায় অন্যসব দিনের চাইতে লোক সমাগম সম্ভাবত একটু বেশি, প্রয় ৩০ ভাগ স্টল খালি পড়ে আছে, কতৃপক্ষ হয়তো বরাদ্ব দিতে পারেনি, অন্যদিকে বরাদ্বকৃত স্টলে বিক্রের পন্যের সমাগম তেমন চোখে পড়ার মতো নয়, কিছু কোকারিজ, ফার্নিচার আর দেশি পোশাকর ও ভ্যাবারেজ স্টল, তবে মেলায় পন্যের পাশাপাশি খারাপ পন্যগুলো বিষেশ ছাড় অফারে ক্রেতাদের প্রভাবিত করছে, গুনগত মানের বিবেচনা না করে হুমড়ি খেয়ে পড়ছে সাধারন মানুষ, যেটা উল্লেখ্য, প্রকৃত মূল্যের চাইতে বেশি মূল্য গায়ে লিখে ছাড়ের অফার দেওয়া হয়েছে। আমার প্রস্ন, আন্তজাতিক বানিজ্য মেলাকে আন্তজাতিক মানের নয় কেন, আবশ্যই কতিৃপক্ষের সজাগ থাকা উচিত। বানিজ্য মেলাকে আরো তরান্নিত করতে দেশি বিদেশি পন্যের সরবরাহ বৃদ্বি সহ প্রয়োজনীয় পদক্ষেপ দরকার, সেই সাথে আমাদের সকলের উচিত মেলায় উপস্তিত হয়ে দেশি বিদেশি সকল পন্যের সাথে পরিচিত হওয়া।
বিষয়: বিবিধ
১১৩৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
''প্রায় ৩০ ভাগ স্টল খালি পড়ে আছে, ''
০ গণজাগরণের প্রতিনিধিরা যে মেলাতে পাকিস্তানের স্টল না দেবার জন্য আবেদন করেছিল তার জন্য কি এই ৩০ ভাগ স্টল বরাদ্দ ছিল?
মন্তব্য করতে লগইন করুন