পরিবহন দুর্নিতি

লিখেছেন লিখেছেন মিরন ২৪ ডিসেম্বর, ২০১৩, ১২:৫৫:০৯ দুপুর

বিগত দিনের পরিসংখ্যানে বাংলাদেশের সবচাইেতে বেশি দৃুর্নিতি খতিয়ান ছিল পুলিশ বিভাগে, কিন্তু আমার তো মনে হয় দুর্নিতির রেকড অতিক্রম করেছে পরিবহন বিভাগ, দেশের সিংহ গ্যাস উজাড় করছে পরিবন খাত, কিন্তু বাস্তবে ডিজেল বা পেট্রোল চালিত আর গ্যাস চালিত গাড়িতে ভাড়ার কোন পার্থক্য নাই, তৈল এবং সি.এন জি চালিত গাড়ি একই ভাড়া আদায় করে। তবে ধনি মানুষের টাকা বাচানোর একটা বিশাল সুযোগ তৈরি হয়েছে, করন প্রইভেট কার, মাইক্রবাস, প্যারাডো,গাড়ির মালিকেরা দুইশত টাকার গ্যাস রিফিল করে সম্পুর্ন দিন গাড়ি হাকায়, দেশের গ্যাস সম্পদ উজাড় করে ধনিদের টাকা বাচানোর এই প্রক্রিয়া বন্ধ করা উচিত, অন্যদিকে গন পরিবহন আমদানি ট্রাস্ক ফ্রি থাকলেও আমরা সাধারন মানূষ তার কোন সুফল পাই না, গাড়ি ভাড়ার কোন ধারাবহিকতা নেই, যখন যেমন মনে চায় তেমনি ভাবে ভাড়া আদায় করছে পরিবহন মালিক ও শ্রমিকরা, এর সাথে বাড়তি সুবিধা যোগ হচ্ছে গ্যাস চালিত গাড়ি। শহর বা মফস্বলে সিএনজি গাড়ি গ্যাস চালিত হলেও চালকদের অনির্ধারিত ভাড়ায় চলতে হয়, মিটার থাকলেও তা ব্যাবহার হয়না, যোগাযোগ মন্ত্রী কিছুদিন রাস্তাঘাট মেরামতের জন্য দোড় যাপ পাড়লেও ভাড়ার বৈসম্য দুরকরার কোন পদক্ষেপ নেননি।

বিষয়: বিবিধ

১১১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File