পিঁপড়া মেরে সুখ

লিখেছেন লিখেছেন মন সমন ২৮ মার্চ, ২০১৫, ০৮:৪৫:৩৭ সকাল

ফারাক্কাতে বাঁধ দিয়েছি

টিপাইমুখেও দেব !!

সবুজ নিয়ে বড়াই করিস ?

সবুজ কেড়ে নেব !!

ফাঁদ পেতেছি, বাঁধ দিয়েছি

পিঁপড়া মেরে সুখ !!

চেঁচাবি না, দেখবি কেবল

দাদার বিকট মুখ !!

নদীদখল, ভরাট, দূষণ

নদীমাতৃক বাংলাদেশে !!

পরিবেশের পতন দ্রুত

যাচ্ছি কোথায় সবাই শেষে ?

মরে যাচ্ছে, পচে যাচ্ছে নদী

বাঁচতেই চাও যদি ...

সাবধানী হও সাধু ...

২৭-০৩-২০১৫

ঢাকা, বাংলাদেশ ।

বিষয়: বিবিধ

৯৮২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311417
২৮ মার্চ ২০১৫ সকাল ০৯:৪৪
হতভাগা লিখেছেন : ভারতকে পাত্তা না দিয়ে বাংলাদেশের টিকে থাকা কষ্ট হবে , কারণ বাংলাদেশের প্রায় চার পাশ ঘিরেই ভারত ।

বৃহত শক্তিধর একটি দেশের কোলে বসে বাংলাদেশকে আজও একটা স্বাধীন দেশ হিসেবে টিকে আছে এটাই অনেক ।

বাংলাদেশকে ভারত কখনই দখল করবে না । কারণ দখল করলেই লালন পালন করতে হবে । বাংলাদেশের যে সব নদীগুলোর উপর ভারত বাঁধ দিয়েছে তখন সে গুলো ওপেন করে দিতে হবে । ফলে বাঁধগুলো দেবার ফলে যে সব প্রদেশগুলো লাভবান হয়েছিল তারা এটাকে কখনই মেনে নেবে না । ওদের জন্য আবার নতুন ক্যাচালে জড়াতে হবে ক্যাচালে জর্জরিত এই দেশটাকে।

এতে প্রথম বাগড়া দেবে দাদারাই। তারা এদেশে আসলে একটা কমন ডায়লগ ছাড়ে যে '' মনে হচ্ছে যেন দেশে এসেছি'' , পরে ফিরে গিয়ে বাংলাদেশকে বিভিন্ন খারাপ নামে গাল দেয় ।

মাস খানেক আগে এসে যাওয়া মমতাও এরকম ডায়লগ মেরেছিল । ২০১১ তে সে বলেছিল যে বাংলাদেশ নাকি ন্যায্য হিস্যার চেয়ে বেশী পানি পায় , নিজের প্রদেশকে বন্চিত করে সে বাংলাদেশে পানি যেতে দেবে না ।

বাংলাদেশের একবারে স্পেসিফিক শত্রু কিন্তু এই দাদারাই । মুখে মধু , অন্তরে বিষ
311425
২৮ মার্চ ২০১৫ সকাল ১১:৩২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : মরার আগে হবে না।
311435
২৮ মার্চ ২০১৫ দুপুর ০১:০১
311754
৩০ মার্চ ২০১৫ সকাল ০৬:২২
মন সমন লিখেছেন : অনেক ধন্যবা
311755
৩০ মার্চ ২০১৫ সকাল ০৬:২২
মন সমন লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File