বিশ্বায়ন

লিখেছেন লিখেছেন মন সমন ১৯ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:৪১:৩৪ সকাল

বিশ্বায়ন

০১.

মানবতার ছায়ায় বসে

খাচ্ছি মানবরক্ত

আমি পুঁজিবাদ ! মুক্তবাজার !!

শয়তান আমার ভক্ত !!

০২.

পুঁজিবাদীরা মুক্তবাজারে

একাই খায় ভাইরে !

সারা জাহানে শোষণ বাড়িয়ে

শান্তির গান গায়রে !!

০৩.

মুক্তবাজারে যাব না

বিশ্বায়নে লাথি !

পুঁজিবাদী লুটেরা সব

অন্ধকারে হাতি !!

০৪.

মানুষের লালায় ঝরে

আধুনিক বিষ !

জীবনপর্দায় নাচে বেহায়া

আয়নায় দেখিস !!

০৫.

স্বদেশপ্রেমের বাজার বসেছে

দেখবি সবাই আয়

কেজি’র মাপে বিক্রি হবে

পুঁজির ইশারায় !!

০২-০৫-২০০৮

ঢাকা, বাংলাদেশ ।

বিষয়: বিবিধ

১০২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File