ক্লো জ শ ট
লিখেছেন লিখেছেন মন সমন ২১ নভেম্বর, ২০১৪, ০৮:০০:৩১ রাত
ক্লো জ শ ট
... ... মু হা ম্ম দ ই উ সু ফ
রাজনীতিসূত্র
এদেশের রাজনীতি ব্যক্তিকেন্দ্রিক ।
জনগণকে একব্যক্তির পিছনে ঠেলে দেয় ।
ব্যক্তিকে ক্ষমতার শীর্ষে বসায় এ রাজনীতি ।
ভণ্ড-চতুর কিছু লোক ক্ষমতার
চারপাশে বৃত্ত রচনা করে ।
জনগণ বিয়োগ হয় ।
লুটে নামে ওই লোকগুলো ।
এটাই বাংলাদেশের রাজনীতিসূত্র, রাজনীতিচিত্র ।
গ্রামচিত্র
গ্রামের সাবেক সারল্যবিভা, সমাজবন্ধন নেই ।
চাতুর্যপ্রিয় ব্যক্তিস্বার্থ দল-গোষ্ঠীর
বিভাজন প্রক্রিয়ায় প্রকট ।
বাংলাদেশ
বাংলাদেশ সমস্যার মূলকারণে প্রবেশ করে না ।
সান্ত্বনার ব্যানারে স্যাবোটাজের প্রক্রিয়ায়
পার্শ্বপ্রতিক্রিয়া বন্ধের ব্যর্থ প্রচেষ্টা চলে ।
শাসনের এ বদভ্যাসের মূল কারণ
অজ্ঞতা-মননবিকার, আত্মভারসাম্যহীনতা ।
এখানে শাসক-প্রশাসক গ্রাম্যমোড়লের
ভূমিকায় অবতীর্ণ ।
পরিবার-সমাজ আইনবিধান মেনে চলে অগ্রসর দেশে ।
এখানে আইন-বিধানকে নিরাপদ দূরত্বে রেখে যে
শাসন-প্রশাসন চলে তাতে সুস্পষ্ট গ্রাম্যতার ছাপ ।
নতুন প্রজন্মকে অগ্রসর মানুষের
মনোভঙ্গী / চিন্তাভঙ্গী গ্রহণ করতে হবে ।
চাহনি
জীবনের সৌন্দর্য অবলোকন করেছিলাম সত্য ।
কিন্তু চলার পথের মানুষদের নিষ্ঠুর বৈরিতা
আমাকে প্রায়ই ক্লান্ত-বিরক্ত করেছে ।
পরিপূর্ণ ভাল থাকা 'এখানে' সম্ভব নয় ।
গতিময়তা প্রদানের লক্ষ্যে নিখুঁতভাবে এ অপূর্ণতার
আয়োজন করেছেন স্রষ্টা, এটি বোধ হয় ।
তবে, জীবনের পুরো বিষয়টি ইন্টারেস্টিং ।
স্রষ্টা আল্লাহ্কে ধন্যবাদ ।
জীবনের রহস্যময়তা আবিস্কারের গভীর আনন্দই
জীবনের সেরা প্রাপ্তি ।
২১-০২-১৯৯৯
ঢাকা, বাংলাদেশ ।
বিষয়: বিবিধ
৯২২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন