ঘু মি য়ে আ ছে পৃ থি বী র মা নু ষ

লিখেছেন লিখেছেন মন সমন ৩১ অক্টোবর, ২০১৪, ০৬:৫৬:৫৭ সন্ধ্যা

এপারে জেগে ওঠা, ওপারে জেগে ওঠা

... .... মুহাম্মদ ইউসুফ

স্নায়ু আর মগজে তার মোহের ঘন কুয়াশা

হেল্যুসিনেশন ... ...

ঘুমিয়ে ...আছে ... পৃথিবীর ... মানুষ ...

ঘুমঘোরেই বাজারঘাট, প্রণয়-বিরহ

কূট-নীতি, তেলের দখল, মুক্ত-বাজার, বিশ্বায়ন

প্যারেড ফ্যাশন, টুইন টাওয়ার,

টিপাই-ফারাক্কা, ইরি-মিনিকেট

তত্ত্বাবধায়ক, ঐকমত্য, লগি-বৈঠা, জরুরী আইন...

ঘুমঘোরেই সুশীল সমাজ, কাজের বিনিময়ে খাদ্য

পি.এইচ.ডি. ডক্টরেট বুদ্ধির মুক্তি আর মুক্তির বুদ্ধি

লুটপাটের অর্থনীতি ... মানুষের বিবর্ণ জীবন !!

ঘুমেই ... পার হয় ... মানবজীবন !!

আত্মার ... জেগে ওঠা ... হয় না ... তার !!

মৃত্যুর নেকাব উন্মোচিত হলে ...

সুদীর্ঘ ঘুম ভাঙ্গে তার ...

নির্মোহ-নির্মম সত্যের মুখোমুখি তখন !!!

১৯-০৭-২০০

ঢাকা, বাংলাদেশ ।

বিষয়: বিবিধ

১০৭৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

280044
৩১ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
মামুন লিখেছেন : খুব সুন্দর লিখেছেন! অসাধারণ অনুভূতি! ভালো লাগা রেখে যাচ্ছি। Rose Rose Rose
280046
৩১ অক্টোবর ২০১৪ রাত ০৮:০৫
অনেক পথ বাকি লিখেছেন : Rose Rose Rose Rose ভালো লাগলো
280047
৩১ অক্টোবর ২০১৪ রাত ০৮:০৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : জাজাকাল্লা খায়রান। অনেক সুন্দর লিখেছেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File