জিডিপি কয় কারে ? আমি হতদরিদ্র উন্নয়নের ভারে !!
লিখেছেন লিখেছেন মন সমন ২২ অক্টোবর, ২০১৪, ০৫:৪৩:৪৯ বিকাল
জি ডি পি ক য় কা রে ?
... ... ... মু হা ম্ম দ ই উ সু ফ
আমি দেশের পঁচিশ ভাগে
আমি হতদরিদ্র !
তুমি ধনী কোটিপতি
উন্নয়নের সচিত্র !!
বছর ঘুরে জিডিপি
অংক খাতার পাতায় !
আলোর দেখা পাই না খুঁজে
টানেল-শেষের মাথায় !!
জিডিপি কয় কারে ?
আমি হতদরিদ্র উন্নয়নের ভারে !!
২২-১০-২০১৪
ঢাকা, বাংলাদেশ ।
বিষয়: বিবিধ
১০২১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উপরের চিত্রে যে Gross value added c/d দেখতেছেন ঐটাকেই একধরনের GDP বলা হয়।
2008 SNA এটা সার্চ দেন গুগলে, সেখানে মুয়ানুয়াল এবং MS Excel এ একদম অংকের উদাহরণ সহ দেয়া আছে, অনেক সুন্দরভাবে। দেশের কারেন্ট এ্যকাউন্ট, ক্যাপিটাল এ্যাকাউন্ট এবং ফাইনান্সিইয়াল এ্যাকাউন্ট এবং বিভিন্ন সেক্টর ভাগ করে এবং যোগ করে কিভাবে GDP, GNP, Savings, Surplus, BOP ইত্যাদী হয় তার ডিটেইল ঐখানে পাবেন।
মন্তব্য করতে লগইন করুন