ত বু তু ই ব্য ব সা য়ী ?
লিখেছেন লিখেছেন মন সমন ১৩ আগস্ট, ২০১৪, ০১:৪১:৫৪ দুপুর
তবু তুই ব্যবসায়ী ?
... ... মু হা ম্ম দ ই উ সু ফ
এইডাই ভালা !
মাইরাই ফালা !
আমাগোরে মাইরাই ফালা !
পচা লঞ্চ, পচা বাস বেশী বেশী চালা !
আমি আমজনতা, মামলায় যামু না
কাইন্দা ভাসামু বুক, কোনো কথা কমু না !
ফুলে-ফেঁপে আমি হবো লাশ
তোর্ ব্যবসাও ফুলবে, ফাঁপবে
হবে আমার সর্বনাশ !!
তবু তুই ব্যবসায়ী, ঘাতক-খুনী নস ?
তবু তুই সমাজের নামী-দামী বস ?
১৩-০৮-২০১৪
ঢাকা, বাংলাদেশ।
email :
বিষয়: বিবিধ
১০২০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন