এ বা র আ মি মা নু ষ হ বো

লিখেছেন লিখেছেন মন সমন ১১ আগস্ট, ২০১৪, ০৫:৪৫:৩৩ বিকাল



এবার আমি মানুষ হবো

... ... মু হা ম্ম দ ই উ সু ফ

আমার দেশের জলবাতাসে

চাই না কারো শকুন-নজর

মুক্তজলে মুগ্ধপ্রাণে

থাকবো সুখে খুব সোহাগে !

গণতন্ত্রের কোর্মা খাব

ভোটের আগে, ভোটের পরে

নরকনীতি রাখব দূরে

সবাই মিলে সবার হবো !

টপ টু বটম ভণ্ড নেতা

আর হবো না, আর হবো না

বেকুব-সরল আমজনতার

মনবাগানে ফুল ফোটাবো !

উন্নয়নের জোয়ার তুলে

আবার আমি ফতুর হবো ?

যত চতুর, তত ফতুর

এবার আমি মানুষ হবো ।

১৪-০৬-২০১০

ঢাকা, বাংলাদেশ ।

email : এবার আমি মানুষ হবো

... ... মু হা ম্ম দ ই উ সু ফ

আমার দেশের জলবাতাসে

চাই না কারো শকুন-নজর

মুক্তজলে মুগ্ধপ্রাণে

থাকবো সুখে খুব সোহাগে !

গণতন্ত্রের কোর্মা খাব

ভোটের আগে, ভোটের পরে

নরকনীতি রাখব দূরে

সবাই মিলে সবার হবো !

টপ টু বটম ভণ্ড নেতা

আর হবো না, আর হবো না

বেকুব-সরল আমজনতার

মনবাগানে ফুল ফোটাবো !

উন্নয়নের জোয়ার তুলে

আবার আমি ফতুর হবো ?

যত চতুর, তত ফতুর

এবার আমি মানুষ হবো ।

১৪-০৬-২০১০

ঢাকা, বাংলাদেশ ।

email :

বিষয়: বিবিধ

৯২২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

253276
১১ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫১
গাজী সালাউদ্দিন লিখেছেন : পিলাচ পিলাচ পিলাচ
253278
১১ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫২
শিশির ভেজা ভোর লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... চালিয়ে যান। আরো বেশী বেশী লিখুন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File