নিজেকেই করি পাঠ # ভুলকাব্য

লিখেছেন লিখেছেন মন সমন ০৭ আগস্ট, ২০১৪, ১২:১৭:১৮ দুপুর

নিজেকেই করি পাঠ

... .. ... ... মু হা ম্ম দ ই উ সু ফ

তোমাকে ভালবেসে পাঠ করেছি জীবন !

গভীর চোখ তুলে দেখেছি সুরছায়াছন্দ

তোমার হাসিতে ভুলেছি নিজেকে

শুধু বলেছি, আমার কষ্টটুকুও নাও !

ছায়াহাসির রোদবৃষ্টি মেখে তুমি বললে,

কষ্টবীজে বুনবে না ধান !

মানবী হে, কষ্টমেলায় যাবে না ? ভালবাসবে !!

সোনালী সুখ এখন আমাকে ঘিরে নৃত্য করে ।

এখন সহজ সুরে গাই জীবনের গান

নিজেকেই করি পাঠ ; শুদ্ধ পঠন

মোহ নির্মোহের ভরা গাঙে দেই ডুবসাঁতার !

০২-০৭-২০০৮

ঢাকা, বাংলাদেশ ।

email :

ভুলকাব্য

... মু হা ম্ম দ ই উ সু ফ

সাঁতার কেটে উড়ে যায় বালিহাঁস

ধ্যানী বক বসে থাকে ঝিলের ধারে

মাছরাঙা পাখির চোখে নাচে সুন্দরের কণা

কুয়াশায় কুপি হয়ে জ্বলে সোডিয়াম বাতি

কেউ দেখে না দয়াল ...

কেউ দেখে না ...

ধ্রুপদী সঙ্গীতে বাজে মানুষের কাব্য

শব্দের ইটে সাজানো প্রাসাদ

চাহনির পরাজয়ে পঙ্গু ভুলের কাব্য !

তোমার কবিতা কেউ পড়ে না, দয়াল ...

কেউ শোনে না তোমার গান ...

শব্দের প্রাসাদে পুরু প্যারাসাইট

খেয়ে যায় জীবনরস

দূর থেকে দেখি কবিতার মৃত্যু

ভুল নির্মাণে মেতে থাকি ভুলের কাব্যে

কেউ হাঁটে না পথ শুদ্ধতার ...

কেউ দেখে না, দয়াল তোমাকে ...

কেউ দেখে না ...

আনন্দ প্রসব করে প্রেম

প্রেম জ্বেলে দেয় কষ্টের ঝাড়বাতি

কষ্ট টেনে আনে নির্বোধে

নির্বোধে গড়াগড়ি খাই ভুলের কাব্যে !

কেউ দেখে না দয়াল ...

কেউ বোঝে না ...

০১-১২-২০০৮

ঢাকা, বাংলাদেশ ।

email :

বিষয়: বিবিধ

৭০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File