ওই শালাদের ধর, জেলের মধ্যে ভর !
লিখেছেন লিখেছেন মন সমন ০৫ আগস্ট, ২০১৪, ০৭:২২:১৪ সন্ধ্যা
ওই শালাদের ধর,
জেলের মধ্যে ভর
... ... মুহাম্মদ ইউসুফ
লঞ্চ ডুবে যায় । ফিটনেস নাই ?
ট্রেন উঠে যায় বাসে !
সড়ক পথে ছুটছে মানুষ
ছিটকে পড়ে লাশে !
মেয়াদবিহীন বাস কেন-যে চলে !
ঘুষের টাকায় ?
তাদের ধর, পারমিট যে-দেয়
ঘুষের টাকায় !
রুট পারমিটের ব্যবসা করে
কোটিপতি যারা
তাদের ধরবে কারা ?
হাজার লাশের জন্য দায়ী
প্রকৃতই তাহারা ।
ওই শালাদের ধর
জেলের মধ্যে ভর !
০৫-০৮-২০১৪
ঢাকা, বাংলাদেশ ।
email :
বিষয়: বিবিধ
৮৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন