মুহাম্মদ ইউসুফ এর অনুকবিতা
লিখেছেন লিখেছেন মন সমন ৩০ জুলাই, ২০১৪, ০৩:৪২:১২ দুপুর
মুহাম্মদ ইউসুফ এর অনুকবিতা
৪৫.
বিস্ফোরণ
নিজেকে বিস্ফোরিত করি
সত্যের প্রোটন ভাঙ্গে
নিজেকে বিস্ফোরিত করি
সাঁতরাই আনন্দ-গাঙ্গে !
নিজেকে বিস্ফোরিত করি
জীবন-দর্পণে দেখি জীবনের ছায়া
নিজেকে বিস্ফোরিত করি
ছিন্ন করি কল্পমোহমায়া !!
৪৬.
সংসার-ডোরে
ফুলদানিতে জমে জমে পুষ্পরস
উপচে উপচে পড়ে
বাতাসে পাল তোলে সুবাসের নাও
সংসার-ডোরে !
৪৭.
শান্তি
সুখ খুঁজি না
খুঁজি না দুখের দাওয়াই
শক্তহাতে প্রভুরশি
শান্তির নৌকা ভাসাই ।
৪৮.
বিশ্বায়ন-অসুখ
বালকের ঘোরলাগা চোখ মার্বেল দেখে
‘বড় হই, সব কিনে নেব
সংসার ভরে দেব মার্বেলসুখে ... ’
সময়ের ছায়াপথে হারায় শিশু
বিশ্বায়ন-অসুখে !
৪৯.
আনন্দগোলাপ
হৃদয়ের গহীন জমিনে
ঝুলে আছে গোলাপ বাগান ...
বহুবর্ণ গ্যালাক্সি ছায়াপথ
হাজার সূর্যের বাতি ঝিকিমিকি জ্বলে
ঝিকিমিকি জ্বলে ...
ঝিকিমিকি জ্বলে ...
মৃত পৃথিবী তুড়ি মেরে
তোমার পৃথিবী ঘুরব, মা’বুদ !
চিরআনন্দের দেশে !!
৫০.
সুর
জীবনের সুর বাজে মৃত্যু-সেতারে
মৃত্যুর বোলে নাচে জীবনের তাল !
ধীর লয়ে হাঁটি সত্যের গিরিখাদে
জীবনে জীবন মেশাই জীবনের স্বাদে !
৫১.
ফূর্তি
মূল্য লাফায় দেশে
সওদাগরের শিয়ালচোখে
ফূর্তি অবশেষে !
টাকাই ধর্ম, টাকাই মা-বাপ, টাকাই সেকেন্ড গড !
কোটিপতির বাচ্চারা সব আমজনতার লর্ড !!
৫২.
পূঁজির ইশারায়
স্বদেশপ্রেমের বাজার বসেছে
আয় নেতারা আয় !
কেজি’র মাপে বিক্রি হবে
পূঁজির ইশারায় !
৫৩.
চোট
স্ববিরোধী আমজনতা
টাকা খেয়ে ভোট দাও !
যেমন প্রজা, তেমন রাজা
এই কারণে চোট পাও !!
৫৪.
ফাগুন নাচে
মনের ভিতর
ফাগুন নাচে আগুন নাচে
নাচছে সুখ-অসুখ ...
তোমায় দেখি, বিশ্ব দেখি
কাঁপছে হৃদয়-বুক ...
২২-০৫-২০০৮
ঢাকা, বাংলাদেশ ।
Email :
বিষয়: বিবিধ
৯৪১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফাগুন নাচে আগুন নাচে
নাচছে সুখ-অসুখ ...
তোমায় দেখি, বিশ্ব দেখি
কাঁপছে হৃদয়-বুক ...
বিশ্ব দেখে সত্যিই হৃদয়-বুক কাঁপে....
মন্তব্য করতে লগইন করুন