মুহাম্মদ ইউসুফ এর অনুকবিতা

লিখেছেন লিখেছেন মন সমন ২৭ জুলাই, ২০১৪, ০৬:২২:০২ সন্ধ্যা

মুহাম্মদ ইউসুফ এর অনুকবিতা

২৬.

নৈঃশব্দ

নৈঃশব্দে মজে আছি সত্যের বাগানে

ভালো আছি প্রভু, ভালো আছি খুব

প্রকাশ্যে ও গোপনে !

২৭.

কাব্য

আনন্দ প্রসব করে প্রেম

প্রেম জ্বেলে দেয় কষ্টের ঝাড়বাতি

কষ্ট টেনে আনে নির্বোধে

নির্বোধে গড়াগড়ি খাই অমর কাব্যে !

২৮.

বিরহ

বসে আছি ;

বসে আছি স্থির অবিচল অটল অচঞ্চল

বসে আছি নিরুদ্বেগ নিরুত্তাপ শান্ত ;

এভাবে শান্তিময় বসে থাকাই ছিল

ভালো !

হায় কর্ম !

হায় কর্মের যন্ত্রণা ও বিরহ !!

২৯.

ফাঁদ

প্রেমের ফাঁদে আর ডেকো না প্লীজ!

একটু বসে ভাবতে দিও, বুঝতে দিও মিস !

৩০.

যদি

বর্ষার জলে ভেজা সবুজ পাতা

হলুদ ফুল, ব্যাকগ্রাঊণ্ডে নীলাকাশ !

আহ ! যদি সুন্দরে থাকা যেত

সবটুকু জীবন !!

৩১.

বার হাত জিভ

[ বাজারে নেমে দেখি

মানুষের বার হাত জিভ ]

মানুষের লালায় ঝরে

আধুনিক বিষ !

জীবনপর্দায় নাচে বেহায়া

আয়নায় দেখিস !!

৩২.

সঞ্চয়

পথিক হাঁটে পথ

দেখে-দেখে যায় ...

রেখে-রেখে যায় ...

যা-কিছু আমার বোধ ...

সবই মুনাফা-সঞ্চয় ।

২৩-০৪-২০০৭

ঢাকা, বাংলাদেশ ।

Email :

বিষয়: বিবিধ

৮২৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

248839
২৭ জুলাই ২০১৪ রাত ০৮:২০
বাজলবী লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File