আমজনতার আমছালা যায় বিবেকদোষে
লিখেছেন লিখেছেন মন সমন ২৬ জুলাই, ২০১৪, ০৩:৪৭:০৮ দুপুর
আমজনতার আমছালা
যায় বিবেকদোষে
... মু হা ম্ম দ ই উ সু ফ
আমজনতার আম-ছালা যায় বিবেকদোষে
রাজনীতির আজ লুটের বাজার হিসেব কষে !!
ভোট দিয়েছি চোর পেয়েছি
আমরাই চোর-নির্মাতা
দেশ-নেতাদের চেয়ারে আনি
আমরাই শির-মাথা ?
আমরা বুঝি না সাদা আর কালো
নসীবে লেখা নাই আশার আলো ?
বুদ্ধি-বিবেকে জট লেগে আছে
নাই কোনো আগামাথা !
আমজনতার আম-ছালা যায় বিবেকদোষে
রাজনীতির আজ লুটের বাজার হিসেব কষে !!
২৬-০৭-২০১৪
ঢাকা, বাংলাদেশ ।
email :
বিষয়: বিবিধ
৮৯৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন