গোষ্ঠী-ইচ্ছার গণতন্ত্র
লিখেছেন লিখেছেন মন সমন ০৫ জুলাই, ২০১৪, ০৫:৪৬:০০ সকাল
গোষ্ঠী-ইচ্ছার গণতন্ত্র
২২ পরিবারের হাত থেকে মুক্ত হয়ে এখন ১০০০ পরিবারের [ কোটিপতি, ক্ষমতাশালী ] গোষ্ঠী- ইচ্ছার কাছে সম্পূর্ণ জিম্মি এখন বাংলাদেশ। সুইস ব্যাংকেই জমা আছে তিন হাজার কোটি টাকা। কানাডা, মালয়েশিয়ায় গড়ে উঠেছে বেগমপাড়া। গোষ্ঠির লুটপাট-তন্ত্রই এখানে গণতন্ত্র নামে পরিচিত। বেকুব জনগণ ঘুরে-ফিরে এদেরই ভোট দিয়ে ক্ষমতায় বসায়। 'সাইলেন্ট মেজরিটি'র ঘুম-ভাঙানিয়া নেতা কবে আসবে ? 'সাইলেন্ট মেজরিটি' জেগে-জেগে ঘুমাবে আর মনে-মনে আশা করবে -- দেশে সুশাসন চলে আসবে -- এমন ভাবার কোনো কারণ ও যুক্তি নেই।
বিষয়: বিবিধ
৮৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন