শিয়ালচোখে # বাকলখোলা নারী

লিখেছেন লিখেছেন মন সমন ২৬ জুন, ২০১৪, ০১:৩৮:৪০ রাত

কসাইবণিক

... ... মুহাম্মদ ইউসুফ

Email :

বণিকগুলো মারতে থাকে দিনে রাতে

কসাই যেমন গোশত কাটে শক্ত হাতে ।

বাজার ভরা সব জিনিসে থরে থরে

নিত্য অভাব যন্ত্রণা-দুখ আমার ঘরে ।

রেব-পুলিশে যায় না ধরা শুঁয়োরগুলো

উন্নয়নের গপ্পো শুনি হাতে মুলো !!

ফাটলে মাটি ভূমির কাঁপন অনেক ভালো

ওপার যাব শান্ত হবে মনের কালো !!

১০-০৮-২০১২

ঢাকা, বাংলাদেশ ।

শিয়ালচোখে

... ... মুহাম্মদ ইউসুফ

Email :

ভ্যাট কমলো, ট্যাক্স কমলো

[ তবু ] মূল্য লাফায় দেশে !!

সওদাগরের শিয়ালচোখে

ফুর্তি অবশেষে !!

টাকাই ধর্ম, টাকাই মা-বাপ

টাকাই সেকেন্ড গড !!

কোটিপতির বাচ্চারা সব

আমজনতার লর্ড !!

০৫-০৫-২০০৮

ঢাকা, বাংলাদেশ ।

ঘুষখোরদের মুখে, দে ছিটিয়ে থুথু

... ... মুহাম্মদ ইউসুফ

Email :

তুই শালা ঘুষ খাস ?

ছাগলের মুত খাস !!

হাবিয়া দোজখে যাবি ।

বাড়ি গাড়ি নারী নিয়ে

তুই মহাসুখে ???

আগুনের ফণা মুখে খাবি ।

হাবিয়া দোজখে যাবি ।

তোর বউ পোলাপান

ঘুষ খেয়ে পালোয়ান

মোটাসোটা চর্বির বস্তা ।

জীবনের দৌড়ে হেরে যাবি, হেরে যাবি ...

পাবি শুধু দোজখের রাস্তা ।

সোজা পথে চল

পাবি মনে বল ।

পাবি সুখ, অনাবিল সুখ ।

সোজা পথে সুখ, নিরাপদ সুখ

প্রভু-পথে সব সুখ, চল ।

২৫-০৬-২০১৪

ঢাকা, বাংলাদেশ ।

বাকলখোলা নারী

... ... মুহাম্মদ ইউসুফ

Email :

আকাশ বেয়ে আসছে ধেয়ে

বাকলখোলা নারী !!

চ্যানেল-ওয়েব রঙমহলে

রিপুর বাড়াবাড়ি ।

পর্ণগ্রাফির আগুন-চোখে

পুড়ছি আমি তুমি !!

স্নায়ুর বিকার করছে বিকল

মনের সবুজ ভূমি ।

০৩-০৭-২০০৩

ঢাকা, বাংলাদেশ ।

বিষয়: বিবিধ

৯৮৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

239123
২৬ জুন ২০১৪ বিকাল ০৪:০৭
লাগারেকাডিরা লিখেছেন : ভালো লাগলো
239130
২৬ জুন ২০১৪ বিকাল ০৪:২৬
ছিঁচকে চোর লিখেছেন : অনেক সুন্দর লিখেছেন.... পিলাচ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File