দালাল # অনৈক্যবিলাস # টক শো

লিখেছেন লিখেছেন মন সমন ২৩ জুন, ২০১৪, ০৯:৫৭:০৩ রাত

আদম, ঈভ

... ... মুহাম্মদ ইউসুফ

ছেলেটি টিজিং করিত

মেয়েটি টিজিং সহিত ...

ছেলেটি পিছনে ঘুরিত

মেয়েটি এ-খেলায় মোহিত ...

বছর হইল শেষ ।

উধাও বালকের ক্যাশ ...

আদম করলে টিজিং

ঈভের কলা কি ?!

ঈভের যাদু রূপমাধুরী

আগুন জ্বালে ঘি !!

প্রেমের ফাঁদে আর ডেকো না প্লীজ

একটু বসে ভাবতে দিও, বুঝতে দিও মিস !!

দালাল

... ... মুহাম্মদ ইউসুফ

[ বাংলাদেশ জেনারেশন এর পক্ষ থেকে

বিলিয়ন ডলার সমমানের প্রশ্ন ]

হাসিনা কন খালেদাকে পাকিস্থানী এজেণ্ট

খালেদা কন হাসিনাকে ভারত দাদার এজেণ্ট !!?

দুই নেতাকে ভোট দিয়েছি

তুমি আমি সে ।

বাংলাদেশী এজেণ্ট কোথায়

আমার বাংলাদেশে !!

আমজনতার ভোটে ...

গণতন্ত্র ঝুলে আছে

লীপ-সার্ভিসে, ঠোঁটে !!

স্বাধীন দেশের প্রধান নেতা

ভিন্ন দেশের দালাল !

ভোট দিয়ে কি ভুল করেছি ?

মফিজ নাকি ধইনচা আমি ?

কচু নাকি ঘেচু ?

আমজনতা কচু-ঘেচু

ধইনচা এবং মফিজ !!

বুকের ভিতর জ্বলছে আগুন

ঝলসে ওঠে !

জ্বলছে আগুন, ঝলসে ওঠে !

ঝলসে ওঠে ! জ্বলছে আগুন !

ভোট দিয়েছি ভুলে ?

ভুলের মাশুল পাওনা আমার

তাইতো আছি ঝুলে ?

ঝুলছি দুলে দুলে

তোমার আমার ভুলে ?

০৫-০১-২০১৪

ঢাকা, বাংলাদেশ ।

Email :

অনৈক্যবিলাস

... ... মুহাম্মদ ইউসুফ

তুমি এই দল

আমি ওই দল

দলবাজি ছলবাজি

চলবে ? !

মাঝখানে যারা

অতিসাধারণ

চিতার আগুনে

জ্বলবে ? !

এই দেশে আমি আজ

সাইলেন্ট মেজরিটি

সাইলেন্ট সাইলেন্ট

বোবা প্রাণী তিতপুঁটি !!

বোবার ভোটেই সব লুটেরা

লুইট্যাঁ নিল সব !!

গণতন্ত্রের গরু আমি

ডেথ কেবিনের শব !!

টক শো

... ... মুহাম্মদ ইউসুফ

Email :

রিমোট নিয়ে বাটন টিপি

মধ্যরাতে চ্যানেল দেখি

টক শো হবে টক শো !

তীক্ষ্ণ কথার সত্যভাষণ

আমজনতার মনের কথা ;

কথার স্রোতের টক শো !!

বিনোদনের জলে ভাসি

কথার স্রোতে ভেসে যাই

আত্মসুখে মন লুকাই !!

আমার কোনো দায় নেই

স্বপ্ন-পূজার মোহভঙ্গে সায় নেই !!

‘সাইলেন্ট মেজরিটি’ কোনো কথা বলে না

টক শো দেখে তার হুঁশ-ডোর খোলে না !!

‘যেমন প্রজা, তেমন রাজা’

এই কথাটি জানি

আমরা ভালো না হলে রোজ

টানতে হবে অবোধ রাজার গ্লানি !!!

১০-০৬-২০১৪

ঢাকা, বাংলাদেশ ।

ফাঁকনীতি, রাজনীতি

... ... মুহাম্মদ ইউসুফ

লুট করিব লুট

আমজনতা ঝুঁট !

এটাই এখন রাজনীতি ।

টাকাই ধর্ম, টাকাই মা-বাপ

অন্ধকারের সাঁঝ-গীতি !!

তুই চিরকাল থাকবি গরীব

এটাই আসল ফাঁক-নীতি

ভোট দিবি আর তালি দিবি

রাজনীতি নয় বাঁক-নীতি !!

এমন লুটের দেশে

গণতন্ত্রের গরু হাঁটে

যক্ষ্মা রুগীর বেশে !!

আমজনতার ভোটে

গণতন্ত্র ঝুলে আছে

লিপ-সার্ভিসে, ঠোঁটে !!

১৫-০৬-২০১৪

ঢাকা, বাংলাদেশ ।

email :

বিষয়: বিবিধ

১০৯৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

238100
২৩ জুন ২০১৪ রাত ০৯:৫৮
শিশির ভেজা ভোর লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... চালিয়ে যান। আরো বেশী বেশী লিখুন
238117
২৩ জুন ২০১৪ রাত ১০:২৬
ভিশু লিখেছেন : খুব ভালো...Happy Good Luck
238173
২৪ জুন ২০১৪ রাত ০১:৫৯
বৃত্তের বাইরে লিখেছেন : কবিতায় অনেক কিছু তুলে এনেছেন। ভাল লাগলো Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File