রাজনীতি : দৃষ্টিপাত, প্রতিদৃষ্টিপাত # # সাইলেন্ট মেজরিটি # # ... মুহাম্মদ ইউসুফ

লিখেছেন লিখেছেন মন সমন ২৫ মে, ২০১৪, ১১:৩০:০৫ সকাল



রাজনীতি : দৃষ্টিপাত, প্রতিদৃষ্টিপাত

... ... মুহাম্মদ ইউসুফ

রাজনীতি অনেকের কাছে

একটি উত্তেজক মদির শৌখিনতা,

অনেকের কাছে আবেগ ও নেশা,

অনেকের কাছে পেশা, লুটপাটতন্ত্র,

ব্যবসা, পৈশাচিকতা

( গডফাদার, গডমাদার, গডব্রাদার

সৃষ্টির কৌশলতন্ত্র ) ।

কিন্তু কারো কারো কাছে ( অল্পসংখ্যক )

রাজনীতি হলো মানবিক কল্যাণচিন্তায়

আন্দোলিত কঠিন দায়িত্বের দুর্বহ গুরুভার ।

# # # # # # # # #

সাইলেন্ট মেজরিটি

... ... মুহাম্মদ ইউসুফ

তুমি এই দল

আমি ওই দল

দলবাজি ছলবাজি

চলবে ?!

মাঝখানে যারা

অতিসাধারণ

চিতার আগুনে

জ্বলবে ?!

এই দেশে তুমি-আমি

সাইলেন্ট মেজরিটি

সাইলেন্ট সাইলেন্ট

বোবা প্রাণী তিতপুটি !!!

বোবার ভোটেই সব লুটেরা

লুইট্যা নিলো সব

গণতন্ত্রের গরু আমি

ডেথ কেবিনের শব !!!

২৫-০৫-২০১৪

বিষয়: বিবিধ

১০৮২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

225892
২৫ মে ২০১৪ দুপুর ১২:০২
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : তুমি এই দল আমি ওই দল দলবাজি ছলবাজি চলবে ?!
মাঝখানে যারা অতিসাধারণ চিতার আগুনে জ্বলবে ?!

চরম সত্য বলেছেন। ধন্যবাদ
225916
২৫ মে ২০১৪ দুপুর ১২:৩০
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File