তুই লুটেরা , তুই দালাল [ আসুন সবাই দালাল ধরি ]
লিখেছেন লিখেছেন মন সমন ১৩ মে, ২০১৪, ০৫:৫৮:১৯ বিকাল
তুই লুটেরা , তুই দালাল
[ আসুন সবাই দালাল ধরি ]
... মুহাম্মদ ইউসুফ
ভাড়ায় খাটে হিবিজীবি
ভাড়ায় খাটে ড়্যাব
ছ্যাব দে ওদের চোখে-মুখে
ছ্যাব দে সবাই ছ্যাব !!
লুটের টাকায় বেগম-পাড়ায়
দালান বানায় যারা
তাদের সাহেব কারা ?
চলুন তাদের খুঁজি
( আসুন ) সরল-সত্য বুঝি ।
কালো টাকার কালো মানুষ যারা
তাদের মুখেই কথার ফেনা
নিতান্ত খাপছাড়া !!
১৩-০৫-২০১৪
ফুটনোট :
ছ্যাব : থুতু
হিবিজীবি : ভাড়ায় খাটা
বিবেকবর্জিত বুদ্ধিজীবি
যারা সবসময় সত্যের সাথে
মিথ্যার ভেজাল দিতে
সুচতুর ওস্তাদ !!
# # # # # # # #
সবচেয়ে কম পুঁজি বিনিয়োগ
করে সবচেয়ে বেশি লাভজনক
ব্যবসা এখন এম.পি হওয়া !!
একারণেই সংসদে ব্যবসায়ী
এম.পিদের সংখ্যা এত বেশি !!
দক্ষ-সত-স্কলার ব্যক্তিগণ সমাজে
কোণঠাসা হতে-হতে বিলীনপ্রায় !!
অল্পসংখ্যক বিবেকবান সচেতন
নাগরিক অবশ্য উচ্চ্কন্ঠ
আছেন মিডিয়ায় । নির্মোহ-নিরপেক্ষ-
বিবেকবান-প্রজ্ঞাবান সত্য-কন্ঠ
ব্যক্তির সংখ্যা বর্তমানের চেয়ে
৫০০ গুণ বেশি হওয়া অতিজরুরি !!
বিষয়: বিবিধ
১০৭৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাড়ায় খাটে র্যাব
ছ্যাব দে ওদের চোখে-মুখে
ছ্যাব দে সবাই ছ্যাব !!
অনেক সুন্দর লিখেছেন.... পিলাচ
দেশের অবস্থা খুবই খারাপ!
মন্তব্য করতে লগইন করুন