মরিতে চাহি আমি সুন্দর ভুবনে # Want To Die In The Beautiful World

লিখেছেন লিখেছেন মন সমন ০৯ মে, ২০১৪, ০৪:৩০:২৭ রাত

মরিতে চাহি আমি সুন্দর ভুবনে

... ... মুহাম্মদ ইউসুফ

[ রবীন্দ্রনাথ ঠাকুরকে নিবেদিত কবিতা ]

বাচিতে চাহি না আমি সুন্দর ভুবনে

মরিতেই চাহি

অসীমের সুরে আমি মজিয়াছি তাই

অসীমের গান গাহি !

সকালের ফোটা ফুল বিকেলেই ঝরে

সময়ের দড়ি বায় অবোধ জীবন !

ফুল রেখে মনভুলে ভুলঘরে যাই

ছায়াঘরে সাতরঙে জীবন রাঙাই

ছায়াঘরে জাদুটোনা মাতাল হাওয়া

মায়াঘর পার হয়ে পাতাল যাওয়া !

ভুলঘরে বসে থাকি ফুল হাতে নিয়ে

মূলঘরে যাবো শেষে শূন্য সাজিয়ে ?

মায়াভরা ছায়াঘর সাজানো বাগান

ছায়াপথে মায়াফল মরীচিকা-টান !

বৈঠায় ছায়া ফেলে বিষন্ন দুপুর

গ্যালাক্সি-দোলনায় আমার জীবন !

মৃত পৃথিবীর তরতাজা ফুল কী বাহারে-যে মাতে

আমিও আমার নই , এ জীবন তারই হাতে !

বাচিতে চাহি না আমি সুন্দর ভুবনে

মরিতেই চাহি

অসীমের সুরে আমি মজিয়াছি তাই

অসীমের গান গাহি !

গুড বাই পৃথিবী ! ভালই ছিলাম |

সত্যের কত সুর সাথেই নিলাম |

[ রচনা :: ১৪ মে , ২০১১ ]

WANT TO DIE IN THE BEAUTIFUL WORLD

[ dedicated to Rabindranath Thakur ]

... ... MUHAMMAD YUSUF

(I) don't want to live in the beautiful world.

I want to die.

I am absorbed in the tune of infinite.

For which I sing the song of it.

The flower blossoms in the morning,

can not retrain, that falls in the evening

The innocent life approaches through the cord of time.

Stay in the wrong-house with flower in hands.

And go back to the eternal being empty-dressed,

Charm of affection , shade of house, arranged garden,

In the milky way illusion, mirage -visible.

Depressed noon, focus the shade on paddle.

My life is vacillating in the galaxy-cradle.,

Fresh flower of dead earth, what a beautiful !

how oscillated, very splendid !

Whereas I do not belong to mine,,

as this life is in His hand.

[ I ] don't want to live in the beautiful world,

I want to die.

I am absorbed in the tune of infinite,

For which I sing the song of endless.

Good by the world, I was well,

went back taking the tune of truth and all.

[ Translated by : Abu Mohi Musa ]

বিষয়: বিবিধ

১২২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File