মরিতে চাহি আমি সুন্দর ভুবন মুহাম্মদ ইউসুফ [ রবীন্দ্রনাথ ঠাকুরকে নিবেদিত কবিতা ]

লিখেছেন লিখেছেন মন সমন ০৮ মে, ২০১৪, ০৫:৫২:৪৪ বিকাল

মরিতে চাহি আমি সুন্দর ভুবনে

মুহাম্মদ ইউসুফ

[ রবীন্দ্রনাথ ঠাকুরকে নিবেদিত কবিতা ]

বাচিতে চাহি না না আমি সুন্দর ভুবনে

মরিতেই চাহি

অসীমের সুরে আমি মজিয়াছি তাই

অসীমের গান গাহি !

সকালের ফোটা ফুল বিকেলেই ঝরে

সময়ের দড়ি বায় অবোধ জীবন !

ফুল রেখে মনভুলে ভুলঘরে যাই

ছায়াঘরে সাতরঙে জীবন রাঙাই

ছায়াঘরে জাদুটোনা মাতাল হাওয়া

মায়াঘর পার হয়ে পাতাল যাওয়া !

ভুলঘরে বসে থাকি ফুল হাতে নিয়ে

মূলঘরে যাবো শেষে শূন্য সাজিয়ে ?

মায়াভরা ছায়াঘর সাজানো বাগান

ছায়াপথে মায়াফল মরীচিকা-টান !

বৈঠায় ছায়া ফেলে বিষন্ন দুপুর

গ্যালাক্সি-দোলনায় আমার জীবন !

মৃত পৃথিবীর তরতাজা ফুল

কী বাহারে-যে মাতে

আমিও আমার নই ,

এ জীবন তারই হাতে !

বাচিতে চাহি না না আমি সুন্দর ভুবনে

মরিতেই চাহি

অসীমের সুরে আমি মজিয়াছি তাই

অসীমের গান গাহি !

গুড বাই পৃথিবী ! ভালই ছিলাম |

সত্যের কত সুর সাথেই নিলাম |

রচনা :: ১৪ মে , ২০১১

বিষয়: বিবিধ

১৬১২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

219123
০৮ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
শিশির ভেজা ভোর লিখেছেন : হোয়াট এ পয়েট এণ্ড হোয়াট এ পয়েম! কবিগুরু তোমায় সশ্রদ্ধ নমস্কার।
219129
০৮ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
ছিঁচকে চোর লিখেছেন : বাচিতে চাহি না না আমি সুন্দর ভুবনে
মরিতেই চাহি
অসীমের সুরে আমি মজিয়াছি তাই
অসীমের গান গাহি


তুমি মরো নাই কবিগুরু তুমি বাঁচিয়া রহিয়াছো লক্ষ কোটি ভক্তের মাঝে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File