আল কোরান ড. পণ্ডিত শংকর দয়াল শর্মা ( কবিতাটির রচয়িতা ভারতের সাবেক উপরাষ্ট্রপতি )
লিখেছেন লিখেছেন মন সমন ০৭ মে, ২০১৪, ১২:১৮:৫৩ দুপুর
আল কোরান
ড. পণ্ডিত শংকর দয়াল শর্মা
যা ছিল কর্ম সঞ্চালনের গ্রন্থ
হয়ে গেল প্রার্থনা পুস্তক
যা ছিল অধ্যয়নের জন্যে
রয়ে গেল আবৃত্তির জন্যে ।
জীবন্তদের বিধান ছিল
হয়ে গেল মৃতদের ছাড়পত্র
জ্ঞান-বিজ্ঞানের শাস্ত্র ছিল
পড়ে গেল মূর্খদের হাতে ।
সৃষ্টিকে বশ করার আহ্বান ছিল
থেমে রইল মাদ্রাসার পাঠক্রমে
প্রাণহীনকে চেয়েছিল প্রাণবন্ত করতে
লেগে গেল বিদেহীদের পরিত্রাণকল্পে ।
ওহে মুসলমান, এ কী তুমি করলে ?
চোখ মেল, আর ভেবে দেখ !
( কবিতাটির রচয়িতা ভারতের সাবেক
উপরাষ্ট্রপতি । ৩৫ বছর আগে তিনি এই
কবিতাটি লিখেছেন । এটি মূল কবিতার
অনুবাদ )
AL QURAN
... Dr. Pandit Shanker Dayal Sharma
The Book of Action
The Book that was for Study
The Constitution for the Living
The Book that contained Knowledge.
It came to teach how to rule the world
Dead Nations it came to revive.
O Muslims,
see what you have done to it ?
Was changed to a Book of Supplication
Became a Book of Recitation
Changed into a Permit for the Dead
Came into the hands of the Ignorant
Became a mere Course in the Madrasah
Salvation of the Dead is all you prescribe.
Will you not spare a Thought for it !
বিষয়: বিবিধ
১১২৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন