'আর যালিমদের কোনো সাহায্যকারী নেই’
লিখেছেন লিখেছেন মন সমন ০৮ এপ্রিল, ২০১৪, ০১:৫২:১৭ রাত
পবিত্র কুরআনে আল্লাহ
তা‘আলা দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছেন,
﴿ ﻭَﺃَﻧﺬِﺭۡﻫُﻢۡ ﻳَﻮۡﻡَ ﭐﻟۡﺄٓﺯِﻓَﺔِ ﺇِﺫِ ﭐﻟۡﻘُﻠُﻮﺏُ ﻟَﺪَﻯ ﭐﻟۡﺤَﻨَﺎﺟِﺮِ ﻛَٰﻈِﻤِﻴﻦَۚ ﻣَﺎ ﻟِﻠﻈَّٰﻠِﻤِﻴﻦَ ﻣِﻦۡ ﺣَﻤِﻴﻢٖ ﻭَﻟَﺎ
ﺷَﻔِﻴﻊٖ ﻳُﻄَﺎﻉُ ١٨ ﴾ ]ﻏﺎﻓﺮ : ١٨[
‘আর তুমি তাদেরকে আসন্ন দিন সম্পর্কে সতর্ক করে দাও।
যখন তাদের প্রাণ কণ্ঠাগত হবে দুঃখ, কষ্ট সংবরণ অবস্থায়।
অত্যাচারীদের জন্য নেই কোনো অকৃত্রিম বন্ধু, নেই এমন
কোনো সুপারিশকারী যাকে গ্রাহ্য করা হবে'।
{ সূরা আল-মু’মিন,
আয়াত : ১৮ }
আরেক আয়াতে আল্লাহ তা‘আলা বলেন,
﴿ﻭَﻣَﺎ ﻟِﻠﻈَّٰﻠِﻤِﻴﻦَ ﻣِﻦ ﻧَّﺼِﻴﺮٖ ٧١ ﴾ ]ﺍﻟﺤﺞ : ٧١[
‘আর যালিমদের কোনো সাহায্যকারী নেই’।
{ সূরা আল-হজ,
আয়াত : ৭১ }
বিষয়: বিবিধ
৮৬২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন