তাকওয়া অবলম্বন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন :
লিখেছেন লিখেছেন মন সমন ০৬ মার্চ, ২০১৪, ০৭:০৭:৪৯ সন্ধ্যা
তাকওয়া অবলম্বন সম্পর্কে
আল্লাহ তাআলা বলেন :
''হে মুমিনগণ, তোমরা আল্লাহ-কে ভয় কর, যথাযথ
ভয়।”
(সূরা আলে ইমরান, আয়াত ১০২)
“তোমরা যথাসাধ্য আল্লাহ-কে ভয় কর।”
(সূরা আত তাগাবুন, আয়াত ১৬)
“হে মুমিনগণ, তোমরা আল্লাহ-কে ভয় কর এবং সঠিক
কথা বল।”
(সূরা আল আহযাব, আয়াত ৭০)
“ যে আল্লাহ-কে ভয় করবে তিনি তার জন্য উত্তরণের
পথ তৈরী করে দেন।
এবং তিনি তাকে এমন উত্স থেকে রিয্ক দেবেন যা সে
কল্পনাও করতে পারবে না।”
(সূরা আত তালাক, আয়াত ২-৩)
“হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে ভয় কর,
তাহলে তিনি তোমাদের জন্য ফুরকান প্রদান করবেন,
তোমাদের থেকে তোমাদের পাপসমূহ দূর করবেন
এবং তোমাদেরকে ক্ষমা করবেন। আর আল্লাহ মহা
অনুগ্রহশীল।”
(সূরা আনফাল, আয়াত ২৯)
বিষয়: বিবিধ
১০২০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যাযাকাল্লাহু খাইরান।
মন্তব্য করতে লগইন করুন