সত্যিকার মুত্তাকী কে ?
লিখেছেন লিখেছেন মন সমন ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:১৪:৩৩ রাত
তোমরা
নিজেদের
পবিত্রতা
ও
বিশুদ্ধতা
বর্ণনা
করো
না ।
কারণ,
একমাত্র
আল্লাহ তাআলা
( নিশ্চিত ) জানেন
সত্যিকার
মুত্তাকী
কে ?
আল কোরআন
নাজম : ৩২
বিষয়: বিবিধ
৯৫২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সৎকর্ম শুধু এই নয় যে, পূর্ব কিংবা পশ্চিমদিকে মুখ করবে, বরং বড় সৎকাজ হল এই যে, ঈমান আনবে আল্লাহর উপর কিয়ামত দিবসের উপর, ফেরেশতাদের উপর এবং সমস্ত নবী-রসূলগণের উপর, আর সম্পদ ব্যয় করবে তাঁরই মহব্বতে আত্নীয়-স্বজন, এতীম-মিসকীন, মুসাফির-ভিক্ষুক ও মুক্তিকামী ক্রীতদাসদের জন্যে। আর যারা নামায প্রতিষ্ঠা করে, যাকাত দান করে এবং যারা কৃত প্রতিজ্ঞা সম্পাদনকারী এবং অভাবে, রোগে-শোকে ও যুদ্ধের সময় ধৈর্য্য ধারণকারী তারাই হল সত্যাশ্রয়ী, আর তারাই মুত্তাকী।
মন্তব্য করতে লগইন করুন