তোমার গজব মাবুদ, নেমে আসুক তোমার গজব ...
লিখেছেন লিখেছেন মন সমন ১৩ জানুয়ারি, ২০১৪, ০৩:৩৫:২৯ রাত
ইয়া মাবুদে ইলাহী !! গাফুরুর রাহীম !!
ভোট না দিয়েও সরকার পেলাম !!
হাজার বছরের সেরা এরশাদ-নাটক দেখলাম !!
ডিজিটাল তামশা দেখে মূক ও বধির হলাম !!
জাতীয় রাজনীতি থেকে লাজ-শরমের
উধাও হওয়া দেখলাম !!
চোর-বাটপার-টাউট-মোনাফেক-লুটেরা
চারিদিকে গিজগিজ করছে ...
মজলুমের
বদদোয়ায়
তোমার
গজব
নেমে
আসুক !!
তোমার গজব মাবুদ,
নেমে আসুক তোমার গজব ...
বিষয়: বিবিধ
৮৯৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন