নতুন ডিজিটাল পাগলাখানা ( পাগলাগারদ ) বানাতে হবে
লিখেছেন লিখেছেন মন সমন ০৬ জানুয়ারি, ২০১৪, ০২:৫২:৫৭ রাত
শতকরা ৯০ ভাগ ভোটার
ভোট দিতে যায়নি
তবুও নাকি আইনগত বৈধতা আছে ?!!
আইন ?
আইন কার জন্য ?
যারা বলছে, আইনগত বৈধতা আছে
তারা পাগল ?!!
মনোবিদগণ এগিয়ে আসুন
পাগল চেনার সময় হয়েছে আজ
জেলখানা নয়,
নতুন ডিজিটাল পাগলাখানা ( পাগলাগারদ )
বানাতে হবে
বিষয়: বিবিধ
৯২৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফটিকছড়ির নিশ্চিন্তাপুরে ক্ষুব্ধ ভোটারদের
রোষানলে পড়ে কানে ধরে ক্ষমা চেয়ে
উদ্ধার হয়েছেন তরিকত ফেডারেশনের সভাপতি
আওয়ামী লীগ সমর্থিত নজিবুল বশর মাইজভাণ্ডারী।
মন্তব্য করতে লগইন করুন