সম্ভাবনা ,রাজনীতিসূত্র , বাংলাদেশ
লিখেছেন লিখেছেন মন সমন ০৫ ডিসেম্বর, ২০১৩, ০১:৩৪:১১ রাত
সম্ভাবনা ,রাজনীতিসূত্র , বাংলাদেশ
সম্ভাবনা
সুস্হ মনোভঙ্গী, জ্ঞান-প্রজ্ঞা-তন্ত্র , সামষ্টিক আত্মপ্রতীতি, চিন্তা-দারিদ্রের বিয়োগ এ জাতিকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত করতে পারে ।
গোষ্ঠীতন্ত্র এদেশকে দরিদ্র করে রেখেছে ।
রাজনীতিসূত্র
এদেশের রাজনীতি ব্যক্তিকেন্দ্রিক ।
জনগণকে একব্যক্তির পিছনে ঠেলে দেয় ।ব্যক্তিকে ক্ষমতাশীর্ষে বসায় এ রাজনীতি । ভন্ড-চতুর কিছু লোক ক্ষমতার চারপাশে বৃত্তরচনা করে, জনগণ বিয়োগ হয় । লুটে নামে ওই লোকগুলো ।
এটাই বাংলাদেশের রাজনীতিসূত্র, চিত্র ।
বাংলাদেশ
বাংলাদেশ সমস্যার মূল কারণে প্রবেশ করে না ।
সান্ত্বনার ব্যানারে স্যাবোটাজের প্রক্রিয়ায় পার্শ্বপ্রতিক্রিয়া বন্ধের ব্যর্থ প্রচেষ্টা চলে । শাসনের এ বদভ্যাসের মূল কারণ অজ্ঞতা-মননবিকার, আত্মভারসাম্যহীনতা । এখানে শাসক-প্রশাসক গ্রাম্যমোড়লের ভূমিকায় অবতীর্ণ । পরিবার-সমাজ-রাষ্ট্র আইনবিধান মেনে চলে অগ্রসর দেশে । এখানে আইনবিধানকে নিরাপদ দূরত্বে রেখে যে শাসন-প্রশাসন চলে তাতে সুস্পষ্ট গ্রাম্যতার ছাপ । নতুন প্রজন্মকে অগ্রসর মানুষের মনোভঙ্গী গ্রহণ করতে হবে ।
বিষয়: বিবিধ
৭৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন