শব / মুহাম্মদ ইউসুফ
লিখেছেন লিখেছেন মন সমন ১৮ নভেম্বর, ২০১৩, ১১:৪৭:১৭ সকাল
শব
মুহাম্মদ ইউসুফ
স্ববিরোধী জনগণ
টাকা খেয়ে ভোট দাও !
যেমন প্রজা, তেমন রাজা
এই কারণে চোট্ পাও !
গণতন্ত্রের গণ আমি
বিবেক-বুদ্ধি নাইক্কা !
আমার ভোটেই সব লুটেরা
দিল বাশের আইক্কা !
এই দেশে আমি নাকি
সাইলেন্ট মেজরিটি !
সাইলেন্ট সাইলেন্ট
বোবা প্রাণী তিতপুটি !
বোবার ভোটেই সব লুটেরা
লুইট্যা নিল সব
গণতন্ত্রের গরু আমি
ডেথ-কেবিনের শব !
বিষয়: বিবিধ
৭৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন