মৌলবাদ, জঙ্গিববাদ, উগ্রবাদ এইসব শব্দ ইসলামে নেই,এগুলে পশ্চিমা বিশ্বের সৃষ্ট শব্দ ।
লিখেছেন লিখেছেন ইসতিয়াক হোসাইন জিপু ১৮ মার্চ, ২০১৫, ১২:০৪:০০ দুপুর
মৌলবাদ, জঙ্গিববাদ, উগ্রবাদ এইসব শব্দ ইসলামে নেই, এবং এদের কোন স্থান নেই ইসলামে।
এগুলে পশ্চিমা বিশ্বের সৃষ্ট শব্দ, যা ইসলামকে সন্ত্রাসী ধর্ম বানানোর হীন অপচেষ্টা। আজ আমাদের দেশে কিছু সেকুলার ভন্ড পশ্চিমা বিশ্বের দেওয়া সিলেবাস কায়েম করার জন্য এসব শব্দ গুলি ব্যাবহার করে ইসলাম কে হেয় করার ঘৃণ্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সন্ত্রাসী, সন্ত্রাসীই তার কোন ধর্ম নেই। যদি থাকে তবে.....
হিন্দু সন্ত্রাসী ,খৃস্টান সন্ত্রাসী, মুসলিম সন্ত্রাসী ,বোদ্ধ সন্ত্রাসী আছে, এই জন্য তাদের ধর্ম দায়ী নয়।
1,হিটলার যে নাকি ৬০ লক্ষ ইহূদীকে হত্যা করেছিল, তাই বলে কি তার ধর্ম দায়ী হবে, না, মোটেও না।
2,মাও ও সেতুং যে হত্যা করেছিল তিন লক্ষ মানুষ কে
3. মুসলিনি হত্যা করেছিল প্রায় তিন লক্ষ মনুষ কে, এই জন্য কি তাদের ধর্ম দায়ী? না, দায়ী না।
4. ইজরায়েলের নেতানিহাহু অসংখ্য ফিলিস্তিনিদের হত্যা করছে।
যারা হত্যা কান্ড ঘটায় হয়তো তারা কোন একটা ideology. কে ধারণ করে হত্যাকাণ্ড সংগঠিত করে। এ জন্য কোন ধর্ম ই দায়ী নয়।
অভিজিৎ হত্যাকাণ্ডের পরে ইসলাম কে জড়িয়ে যা ইচ্ছে তাই করা হচ্ছে, এর নেতৃত্বদানে রয়েছে মিডিয়া সিন্ডিকেট ও প্রগতিশীল ,সেকুলারমনা কিছু বেয়াদব।
এরমধ্যে গনজাগরন মঞ্চের একটি মিছিলের পোস্টারে ইসলাম কে পিকে ছবির সাথে তুলনা করছে, ইসলাম টেরোরিস্ট এসব ব্যানার নিয়ে তারা মিছিল করছে।
অভিজিৎ কে হত্যা বিচার করেন, হত্যাকারীদের ধরেন, পাশাপাশি ইসলাম কি জড়িয়ে ইসলাম কে সন্ত্রাসী ধর্ম বানানোর ষড়যন্ত্রকারী দের কে প্রচলিত আইনের আওতায় আনা যায়, এই কথা সোজাসাপ্টা ভাষায় বলা যায় এই সরকার এই বিষয়ে বরাবরই উদাসীন।
যাই হোক, অভিজিৎ কে আপনেরা সক্রেটিস বানাতে পারেন! কারণ আপানদের হাতে সব কিছু। তবে দয়া করে মৌলবাদ, জঙ্গিবাদ, ইসলাম কে পুজি করে -এসব হাংকিপাংকি শব্দ ব্যাবহার থেকে বিরত থাকুন। পশ্চিমাদের পা চাটার ইচ্ছে থাকলে সেখানে গিয়ে চাটেন, এই লাল সবুজের দেশে, শাহাজালালে দেশে নয়।
বিষয়: বিবিধ
১৪৬১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন