সুন্দরবনে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ষড়যন্ত্রের একটা অংশ
লিখেছেন লিখেছেন ইসতিয়াক হোসাইন জিপু ১৩ ডিসেম্বর, ২০১৪, ০৩:২২:৫২ দুপুর
প্রচলিত সত্য একটি কথা হলো -তেল আর
জল কখনো একসাথ হয় না। কথাটির যথার্থ
টা পাওয়া যাচ্ছে এখন সুন্দরবনে।
সাউদার্ন অয়েল কোম্পানির
তেলবাহী জাহাজ
ডুবে গেছে সুন্দরবনে। মারাত্মক
হুমকিতে এখন সুন্দরবন। ৫০০ কোটি টাকার
ক্ষতির আসংঙ্কা। দেখা দেবে দীর্ঘ
মেয়াদী পরিবেশ বিপর্যয়।
যা কখনো পূরণ হওয়ার নয়।
রিকোভারী করার কোন ব্যাবস্থা ই
এখনো সরকার নেইনি।
এরজন্যে প্রায়োজন
বিদেশী সাহায্যের। কিন্তু
সাহায্যে চাইবে কে ?
ক্ষমতার জন্য এদেশের
নেতানেত্রীরা ভারত আর ইউএসএ এর
পা পযর্ন্ত চাটতে পারবে কিন্তু
জাতীয়. সম্পদ রক্ষা করার ক্ষেত্রে ওদের
মানসম্মানে হানি ঘটবে। উল্লেখ
রানা প্লাজায় ধস হওয়ার পর যুক্তরাষ্ট্র
সাহায্যের হাত বারিয়ে দিয়েছিল
কিন্তু সরকার তা গ্রহণ করেননি।
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেষ্ট সুন্দরবন।
যার ৬০ শতাংশ অবস্থিত বাংলাদেশ
বাকি ৪০ শতাংশ ভারতে।
স্বাভাবিকভাবেই এই বিষয়ে ভারতের
মাথাব্যথা থাকবে।
সুন্দরবনে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
নির্মাণ নিয়ে চলছে নানা বিতর্ক। এখন
প্রশ্ন হচ্ছে এখানে যদি ভবিষ্যতে কোন
বিষ্ফোরন ঘটে তাহলে সুন্দরবনের
কি পরিণতি টা হবে?
আমাদেরকে সবকিছু
আরো ভালোভাবে ভেবে দেখা দরকার,
আমাদের জাতীয় সম্পদ ধবংস করার
জন্যে কারোও অদৃশ্য হাত কাজ
করছে কি না?
তাইলে সুন্দরবনে পারমাণবিক বিদ্যুৎ
কেন্দ্র নির্মাণের
আগে আরো বেশী তদন্ত ও বৈজ্ঞানিক
গবেষণা করা দরকার।
বিষয়: বিবিধ
১২৭৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দরবনের জন্য হুমকি হতে যাচ্ছে বাগেরহাটের রামপালের কয়লা বিদ্যুত কেন্দ্র। এই ক্ষতি শুধু বনের হবে না। সারা দেশের পরিবেশ এর উপর বিরুপ প্রভাব পড়বে।
মন্তব্য করতে লগইন করুন