পার্থক্যটা কোথায়?

লিখেছেন লিখেছেন ইসতিয়াক হোসাইন জিপু ১৩ মে, ২০১৪, ১২:২৭:৫৮ দুপুর

আচ্ছা বুঝলাম, হলুদ সাংবাদিকরা আপনাদের (ডাক্তার) দের মাঝেমধ্যে হলুদের গুঁড়া দিয়ে থাকে। আপনার (ডাক্তাররা) আবার সাংবাদিকদের মরিচের গুঁড়াও দিয়ে থাকেন।

1) সাংবাদিকরা গিয়ে উল্টা পাল্টা রিপোর্ট করে।

2) ডাক্তাররাও গিয়ে চিকিৎসা সেবা বন্ধ করে দেয় পার্থক্যটা কোথায়?

কথায় কথায় চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া এটি কোন প্রতিবাদের ভাষা নয়। তার মানে এই যে, হলুদ সাংবাদিকতার সাথে সাথে আমরা মরিচেরগুডাঁ সমৃদ্ধ ডাক্তারও পাচ্ছি।

সাংবাদিকদের মাঝে অনেক খারাপ সাংবাদিক আছে। অনেক প্রকারভেদ আছে, এটা ঠিক। যেমনঃ সিংহ, আলুমতি, ৭৩,৭৪, মোজা, ইত্যাদি ইত্যাদি। ডাক্তারের মধ্যে ও চাক্ষুস দেখা কিছু অমানুষ আছে। যেমনটা দেখেছিলাম বিএসএমএমইউতে -যেমনঃ

কনক কান্তি বড়ুয়া, জব্বার। এছাড়াও হাতুড়ি ডাক্তার, certificate নকল করা ডাক্তার, money থেরাপি ডাক্তার, বাসের হেলপারের

ভাষা সমৃদ্ধ ডাঃ, হাব-ভাব সমৃদ্ধ ডাক্তার, যারা ডাক্তার হওয়ার আগেই নিজেদের Dr.Kris Barnard এর মতো মনে করেন। ইত্যাদিতো আছে । তবে দু' একজন কুলাঙ্গার কে দিয়ে দুটি সমাজ

কে মূল্যায়ন করা ঠিক না। কাদা ছোঁড়াচুরি না করে,এক অপরের পাওয়ার না দেখিয়ে সমঝোতার মধ্য দিয়ে চলাটাই শ্রেয়।

বিষয়: বিবিধ

১১৬৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

220983
১৩ মে ২০১৪ দুপুর ১২:৩২
হতভাগা লিখেছেন : আপনার চিকিতসা দরকার । ভাল সাংবাদিক দেখান , উনারা সঠিক চিকিতসাটা কি তা জানেন ।
221086
১৩ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
মেঘ ভাঙা রোদ লিখেছেন : সবাই একই ধাচের লোক। কেউ কম যায় না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File