রাক্ষসী ভারতের পরিকল্পনায় তিস্তা এখন সাহারা মরুভূমি
লিখেছেন লিখেছেন ইসতিয়াক হোসাইন জিপু ২০ এপ্রিল, ২০১৪, ১০:৩১:০১ রাত
ছোটবেলায় অনেক রাক্ষসীর গল্প শুনেছি
তবে ভারত নামক রাক্ষসীর গল্প তখন
শুনিনি। এখন চাক্ষুস দেখতেছি।
তিস্তা নদীতে এখন মাইলের পর মাইল
চর জেগেছে। নদীর অনেক স্থানে ঘন্টার
পর ঘন্টা পায়ে হেঁটেও এক ফোটা পানির
দেখা মেলেনা নদী অববাহিকায়।
অথচ এক সময় এই নদীতে প্রচুর মাছ
পাওয়া যেত। দেশি- ভিনদেশি সহ নানা
প্রজাতির মাছ ধরা পড়ত জেলেদের
জালে। তিস্তা নদীর মাছ মানেই সুস্বাদু।
তাই এর কদর ছিল গোটা নীলফামারী
তথা গোটা দেশ জুড়ে। কিন্ত গত কয়েক
বছর ধরে তিস্তা নদীর পানি প্রবাহ কমে
তিস্তা পাড়ের শত শত জেলে পরিবারে
নেমে এসেছে দুর্দিন। ফলে এখন তাদের
দিন কাটছে একবেলা খেয়ে না খেয়ে।
নাব্যতা হারিয়ে তিস্তা এখন মরুভূমিতে
পরিণত হয়েছে।
বিষয়: বিবিধ
১৩৭৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাই নীলফামারী থেকে এক লাফে দরদ দেখাইয়া ঢাকায় আসলেন কার পরিকল্পনায়
মন্তব্য করতে লগইন করুন