কোন মৌসুমী শিল্পী নন,ওনি নিয়মিত পেশাদার শিল্পী

লিখেছেন লিখেছেন ইসতিয়াক হোসাইন জিপু ১৭ এপ্রিল, ২০১৪, ০৩:২৬:৩৪ দুপুর



ইদ্রিস বয়াতী কোন মৌসুমী শিল্পী নন ওনি নিয়মিত পেশাদার শিল্পী। ওনার পরিধি কোন বিশাল মঞ্চে নয়। তিনি পথেঘাটে যেকোন জায়গায় মানুষের মনরঞ্জন করে থাকেন। জীবিকা নির্বাহের এটাই তার এক মাত্র বৈধ ভেলা। তাই তো বৈশাখের প্রথম প্রহরে স্পেশাল কিছু করার জন্য চট্টগ্রাম ডিসি হিলে হাজির। কিন্তু আধুনিক সাউন্ড সিস্টেম তার তার এই ক্ষুদ্র প্রচেষ্টা সফল হতে দিলো না । এই স্পেশাল দিনে বেশী কিছু পাওয়ার আশায় ছিলেন।কিন্তু এই বৈশাখে ও আধুনিকতার ছোঁবলে তার ক্ষুদ্র প্রচেষ্টা বিফলে পরিণত হলো।

বিষয়: বিবিধ

১০৯৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

208969
১৭ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩৩
আহমদ মুসা লিখেছেন : এ লোকটাকে চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজের ক্যাম্পাসে প্রায় সময় দেখা যায় ছাত্রছাত্রীদের সামনে গান গেয়ে কিছু বকশিসের আশায় ঘুরাফেরা করতে।
208974
১৭ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪৮
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
208994
১৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
তিনি অনেক শিল্পির থেকে ভালই গান করেন।
১৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩৭
157622
ইসতিয়াক হোসাইন জিপু লিখেছেন : Happy
209002
১৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪১
মেঘ ভাঙা রোদ লিখেছেন : ভালো লাগলো মাঝে মাঝে পথেঘাটে এসব শিল্পীদের দেখতে পাই।
209017
১৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০০
নীল জোছনা লিখেছেন : ‌এই লোকগুলা এখন যাবে কৈ? তাদের পেটের ভাত জোগাড় করাই দুঃসাধ্য হয়ে উঠছে।
১৭ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৮
157752
মনসুর আহামেদ লিখেছেন : @মেঘ ভাঙা রোদ,নীল জোছন,খেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তার এত নিক
209082
১৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File