গন্ডে ছবির জন্য নেই কোন প্রতিবাদ! রাষ্ট্রযন্ত্র বিকল!

লিখেছেন লিখেছেন ইসতিয়াক হোসাইন জিপু ০৯ মার্চ, ২০১৪, ০৮:৪৭:২৮ রাত

কিছুদিন আগে ভারতের দিল্লিতে তাদের

স্বাধীনতা নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করা

হয়েছে। সেই ছবিতে বলা হয়েছে

পাক-ভারত যুদ্ধের

ফলে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জম্ম

হয়েছে! তাদের ভাষ্য মতো বাংলদেশ একটি

জারজ রাষ্ট্র।

ছবিটির নাম গুন্ডে।

ভিন্নকোন উদ্দেশ্য না থাকলে তাদের

সেন্সরবোর্ড কখনো এরকম ইতিহাস

বিকৃতির ছবি অনুমোদন দিতে পারে না।

ভাবতে পারেন ব্যাপার টা কি লজ্জাজনক

আমাদের স্বাধীনতার জন্য!

কোথায় এখন চেতনাধারীরা? কোথায় ড্রোন

ইকবাল, মুরগী কবিররা?

চেতনা কে কি এখনো অবমাননা করা হয় নাই?

কোথায় তাদের আন্দোলন? নেই কোন কোন

রাষ্ট্রীয় প্রতিবাদ! ঘুড়ির সুতা তাহলে কার কাছে

তা কি আর বলার অপেক্ষা রাখে?

এই দেশ কি ক্রিমিয়ার মত হচ্ছে?

এই দেশ কি সিকিম হতে যাচ্ছে?

হলেও বেশী আশ্চর্যের হওয়ার মত

কিছু দেখছি না।

বিষয়: বিবিধ

১০০১ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

189585
০৯ মার্চ ২০১৪ রাত ১০:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পাকিস্তান একটা "পান্ডে" বের করুক আর বলুক ১৯৭১ সালে ভারত পুর্ব পাকিস্তান দখল করেছিল। দেখবেন চ্যাতনা কতপ্রকার ও কিকি।
০৯ মার্চ ২০১৪ রাত ১০:১২
140667
হতভাগা লিখেছেন : ব্লগার মিনার রশীদ থেকে কপি করা ডায়লগ
০৯ মার্চ ২০১৪ রাত ১০:২৬
140671
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ডায়ালগ টার মুল বক্তব্য একই কিন্তু কোনক্রমেই কপি করা নয়।
189601
০৯ মার্চ ২০১৪ রাত ১০:১৬
হতভাগা লিখেছেন : গুন্ডে ছবিতে যা বলেছে তা নির্মম সত্য ।

এর প্রতিবাদ করতে গেলে বরং আমরাই বেকায়দায় পড়ে যেতে পারি ।

যে চেতনা নিয়ে আমরা লাফালাফি করি , গুন্ডের ডায়লগ নিয়ে ফালাফালি করলে সেটা হারিয়ে যাবে ।

আর চেতনা ব্যবসায়ীরা কখনই এই ব্যবসা গুটানো হওয়া মেনে নিতে পারবে না । তাই গুন্ডের কোন প্রতিবাদও আসবে না ।
189639
০৯ মার্চ ২০১৪ রাত ১১:২১
189820
১০ মার্চ ২০১৪ সকাল ১০:৩৬
সজল আহমেদ লিখেছেন : যশরাজ তো চ্যাতনায় আঘাত করিল।
189915
১০ মার্চ ২০১৪ দুপুর ১২:৩৭
ইসতিয়াক হোসাইন জিপু লিখেছেন : মোটেও কপি করা নয় @হতবাগা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File