অবাক ফাল্গুন
লিখেছেন লিখেছেন ইসতিয়াক হোসাইন জিপু ১৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৫৪:৫৭ বিকাল
আজ পয়েলা ফাল্গুন। কমন একটি কথা বলা
যায় ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত কিংবা
কু..কু কোকিল ডাকুক আর না ডাকুক আজ বসন্ত।
তবে কেন আগের মত বসন্তের ফুল ফুটে না
কোকিল কু কু ডাকে না,সেটাও একটি প্রশ্ন?
উত্তর টা সহজ বটে তবে এই প্রশ্নের
উত্তর প্রকৃতিবিদরাই ভালো বলতে পারবেন।
তবে এটা ঠিক ফাল্গুনের হাওয়া দোল লেগেছে প্রকৃতিতে।
মাননবজীবনে আগের মত
সেই ফাল্গুনের হাওয়ার দোল গায়ে তেমনটা
আর লাগে না। অনেকটা কাগজে কলমে
আছে। এর কারণ হতে পারে যুগের তাল,
হতে পারে সামাজিক ও রাজনৈতিক
অস্থিরতা। বহুমুখী তথ্য প্রযুক্তির ব্যবহার।
যাই হোক,ছোট বেলায় যখন স্কুলে যেতাম,
স্কুলের মাঠের এককোণে কৃষ্ণচূড়ার গাছে
নতুন ফুল দেখতাম। তখন বুঝতাম না
বসন্ত কি? বুঝতাম শুধু এই টুকু কিছুদিন
পর আমের মুকুল আসবে, ঝড় আসবে
ঝড়ে গাছ থেকে আম,বড়ই পড়বে,
কার আগে কে যাবো আম কুড়াতে।
প্রচন্ড বাতাসে ঘুড়ি ওড়াবো,এসব নিয়েই
মনে আনচান আনচান করতো সবসময়।
আজ বসন্ত এসেছে ঠিকই কিন্তু চোখে
পড়ে না সেই কৃষ্ণচূড়ার ফুল, মনে আসে
না বসন্তের আমেজ।মনের মাঝে আগের
মত নেই সেই ফিলিংস। মনে হচ্ছে
মাননবজীবনে এক অদ্ভূত আধাঁর
বিষয়: সাহিত্য
১০২০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন