নির্মম ইতিহাস থেকে শিক্ষা নেওয়াটা সুখকর, নির্মম ইতিহাস তৈরী করাটা সুখকর নয়।
লিখেছেন লিখেছেন ইসতিয়াক হোসাইন জিপু ০৫ জানুয়ারি, ২০১৪, ০৭:৪৭:২৩ সন্ধ্যা
যেভাবে হোক রুলিং পার্টি জিতেছে,
বাংলাদেশ হেরেছে। এটা সত্যি, এর
চেয়ে বড় কথা হচ্ছে এই নিবার্চন কে
ঘিরে শতশত পরিবার হারিয়েছে তাদের
প্রিয় সন্তানটি কে। ধবংস হয়েছে অর্থনীতি,
বিশ্বব্যাপী ভাবমূর্তি নষ্ট হয়েছে বাংলাদেশের।
অনেকটা একঘরে হয়ে গেছে লাল সবুজের দেশ, বাংলাদেশ।
তারপর নিলজ্জের মত সংবাদ সম্মেলন করে
ইনিয়ে-বানিয়ে মানুষকে কিছু একটা বোঝাবার
চেষ্টা করা হচ্ছে। কিছুদিন পর নতুন সংসদও
গঠিত হবে। কিন্তু সচেতন মানুষকেগুলিকে
ধোকা দেওয়ার মত তাদের ঝুলিতে আর কিছুই নেয়।
নতুন ইতিহাস রচনা করলো তারা, হয়তো কোন
একদিন মানবের কাঠগড়ায় এর জন্য জবাব দিহি
করতে হতে পারে, বয়সেতো এখনো কম,
বেচেঁ থাকলে হয়তো দেখার সুযোগ হবে।
মুক্তিযুদ্ধ বিষয়টি নিয়ে বতর্মানে খুব
বেশি রাজনীতি তো হয় বটে তার চেয়ে
এটি কে নিয়ে ব্যবসা করা হয় আরো বেশী।
যেটা কে সচারচর চেতনা ব্যবসা বলা হয়।
মুক্তিযুদ্ধ কে নিয়ে আবেগ সকল তরুণেরই
আছে কিন্তু এটাকে পুজি করে তরুনের ধোকা
দেওয়ার কোন সুযোগ নেই। কোন মানে হয় না।
শাসকদল বলে সংবিধান রক্ষার জন্য নিবার্চন
করা হয়েছে, যে সংবিধান সংশোধন করার
সময় তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার
জন্য আদালতে নয়জন এমেকাস কিউরি
মতামত দিয়েছিলেন কিন্তু বিচারপতি খাইরুল
হক তা উপেক্ষা করেন, এবং একপক্ষীয় ভাবে
সংসদে সংবিধান সংশোধন করা হয়।
তত্বাবধায়ক সরকার ব্যবস্হা বাতিল করা হয়।
একজন ব্যক্তি ক্ষমতার জোরে অনেক
কিছুই করতে পারেন, কিন্তু ক্ষমতার জোরে
দেশের মানুষ কে জিম্মি করে কি লাভ?
হিটলার, মুসোলিনী,গাদ্দাফি, হোসনী
মোবারকরা আরাম আয়েশে শাসন
করেছেন ঠিকই কিন্তু চলে যাওয়ার
সময় টা তাদের জন্য ছিল খুবই নির্মম।
নির্মম ইতিহাস থেকে থেকে শিক্ষা নেয়াটা
সুখকর, নির্মম ইতিহাস তৈরি করাটা কারো
জন্যই সুখকর নয়।
বিষয়: রাজনীতি
৯৯৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আওয়ামী লীগ নিজেই নাচতে-নাচতে কবরে ঢুকেছে...
মন্তব্য করতে লগইন করুন