কাল্পনিক সাক্ষাৎকার

লিখেছেন লিখেছেন ইসতিয়াক হোসাইন জিপু ২৮ ডিসেম্বর, ২০১৩, ০৭:০৩:৩৮ সন্ধ্যা



শেখ হাসিনার সাথে জনৈক সাংবাদিকের কাল্পনিক

সাক্ষাৎকার:

সাংবাদিকঃ আচ্ছা, ম্যাডাম! খালেদা জিয়ার

ডাকা "মার্চ ফর ডেমোক্রেসি"র ব্যাপারে কিছু

বলুন।

শেখ হাসিনাঃ দেখুন, আমার অনেক ডিগ্রী আছে।

খালেদা জিয়া যে একজন

এইট পাশ মহিলা, তা আবারও প্রমাণিত

হলো। ডিসেম্বর মাসে কিসের মার্চ?

এইটার নাম দেওয়া উচিত ছিল, "ডিসেম্বর ফর

ডেমোক্রেসি"

সাংবাদিকঃ দারুণ বলেছেন! আচ্ছা,

সরকারিভাবে অবরোধ

ডেকে আপনারা বিরোধী দলকে ঢাকা আসতে বাধা

কেন?

শেখ হাসিনাঃ দেশ এখন চলছে "মদিনা সনদে"। আর

এই সনদে কোথাও ঢাকার নাম লেখা নেই।

বিরোধী দল যদি মদিনায় যেতে চায়,

আমরা সে ব্যাবস্থা করে দিবো। কিন্তু

ঢাকা আসলে তো বাধা দিবোই।

সাংবাদিকঃ মাননীয় দেশনেত্রী! শেষ

প্রশ্ন, গতকাল গভীর রাতে বিরোধী নেতাকর্মীদের

বাসায় বর্বর হামলা করেছে আপনার পুলিশ।

তাছাড়া আজ রাতেও নাকি হামলা হতে পারে। এ

ব্যাপারে আপনার মন্তব্য কি?

শেখ হাসিনাঃ দেখুন, গভীর রাতে কি হয় এ

ব্যাপারে আমি কিছু জানি না। কারণ এ

সময় আমি তাহাজ্জুদ নামাজে থাকি!

সাংবাদিকঃ ধন্যবাদ!

শেখ হাসিনাঃ আপনাকেও ধন্যবাদ!

আপনারা জানেন, সাক্ষাতকারের

শেষে বঙ্গবন্ধু সবাইকে ধন্যবাদ দিতেন!

বিষয়: রাজনীতি

১০৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File